promotional_ad

বিশ্বকাপে প্রয়োজনে বল করবেন কোহলি-রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ। তবে এখনও ভারতের দুশ্চিন্তা কাটছে না চার নম্বর পজিশন নিয়ে। এর মধ্যেই ভারতের ব্যাকআপ বোলারের শূন্যতা রয়েছে। সোমবার ভারত এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে ব্যাকআপ বোলার নিয়ে খোলাসা করেছেন।


২০১১ বিশ্বকাপে ভারতীয় দলে বীরেন্দর শেবাগ, সুরেশ রায়না ও যুবরাজ সিংরা নিয়মিত বল করতে পারতেন দলের প্রয়োজনে। ভারতের বর্তমান দলে তেমন কেউই নেই। রোহিত অবশ্য খোলাসা করেই জানিয়েছেন দলের প্রয়োজনে বল হাতে নিতে পারেন।


promotional_ad

রোহিত বলেছেন, 'এটা ২০১১ সালের দল যেখানে তাদের মতো খেলোয়াড় ছিল। আপনার কাছে যা আছে তা নিয়ে আপনাকে খেলতে হবে। আমরা সেই পারফর্মারদের সুযোগ দিচ্ছি। আমরা রাতারাতি বোলিং করতে পারে এমন কাউকে তৈরি করতে পারি না। এই দলে যারা আছে তারা ব্যাটার এবং তারা রান করতে পারে এজন্যই তারা দলে আছে। তবে আশা করি রোহিত শর্মা এবং বিরাট কোহলি বিশ্বকাপে হাত ঘুরিয়ে দিতে পারে (হাসি)।'


আরো পড়ুন

এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার

২৭ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি ও হারিস রউফের আলিঙ্গন, আইসিসি

এদিকে চার নম্বরে ভারতের শূন্যতা নিয়েও মুখ খুলেছেন ভারতীয় অধিনায়ক। বিশ্বকাপের আগে এশিয়া কাপ রয়েছে এই টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের জন্য চার নম্বরের ব্যাটার খুঁজে বের করতে চান রোহিত। তাই তরুণদের পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছেন ভারতীয় অধিনায়ক।


তিনি বলেন, 'আমি চাই দলগত ক্রিকেট খেলে জিততে। হতে পারে কঠিন পরিস্থিতির মধ্যে কোনো ব্যাটারকে খেলতে হবে। সেটা তো ভালই। বিশ্বকাপের আগে প্রস্তুতি হয়ে যাবে তার। চোটের জন্য আমাদের সমস্যা হয়েছে। তবে এশিয়া কাপে আমাদের হাতে বিকল্প আছে। সবাইকে সুযোগ দেয়া হবে। আমি চাই তারা ভাল খেলে চার নম্বরে নিজেদের জায়গা পাকা করুক।’


দলে যারা আছেন সবাইকে সব জায়গায় ব্যাটিং করার জন্য তৈরি থাকার বার্তা দিয়েছেন রোহিত। দলের প্রয়োজনের যে কাউকে যে কোনো জায়গায় ব্যাট করতে হতে পারে বলে জানিয়েছেন তিনি। নির্দিষ্ট জায়গার জন্য কোনো ব্যাটিং করুক এমনটা চান না ভারতীয় অধিনায়ক।


তার ভাষ্য, 'দলে এমন খেলোয়াড় দরকার নেই যে শুধু এক জায়গাতেই ব্যাট করতে পারে। আমরা এমন ব্যাটার চাই যে পরিস্থিতি অনুযায়ী যে কোনও জায়গায় ব্যাট করতে পারে। কারণ, এটা ক্লাব ক্রিকেট নয়, আন্তর্জাতিক ক্রিকেট। তাই সবাইকে যে কোনো জায়গায় ব্যাট করার জন্য তৈরি থাকতে হবে। আমরা চাই না, কোনও ব্যাটার একটা জায়গাতেই নিজেকে আটকে রাখুক। কারও কোনও নির্দিষ্ট জায়গা নেই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball