দুবাইয়ের হয়ে খেলবেন ওয়ার্নার, ভাইপার্সে শাদাব
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
১০ ফেব্রুয়ারি ২৫
কদিন আগেই শাহীন শাহ আফ্রিদিকে দলে নিয়ে চমকে দিয়েছিল ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) দল ডেজার্ট ভাইপার্স। এবার আরও দুই পাকিস্তানিকে দলে ভিড়িয়েছে তারা। শাদাব খান ও আজম খানকে দলে নিয়েছে তারা।
আইএল টি-টোয়েন্টির প্রথম আসরেও খেলার কথা ছিল আজমের। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খেলার অনুমতি না দেয়ায় খেলা হয়নি তার। এবার অবশ্য পাকিস্তানের সব ক্রিকেটারদের জন্য আইএল টি-টোয়েন্টি খেলার সুযোগ করে দিয়েছে পিসিবি।
ভাইপার্সের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পালন করছেন টম মুডি। তিনি জানিয়েছেন শাদাব খানের অলরাউন্ড পারফম্যান্সের দক্ষতা কাজে লাগাতে চায় দলটি। সেই সঙ্গে আজমের পাওয়ার হিটিং দক্ষতা টুর্নামেন্ট জুড়ে ভাইপার্সকে সাহায্য করবে বলে আশাবাদী তিনি।

মুডি বলেছেন, 'শাদাব প্রতিনিয়ত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। আর আজম সত্যিকারের একজন পাওয়ার হিটার। সে যেকোনো সময় প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ বের করে আনতে পারে।'
বারবার শ্বশুরকে টানায় বিরক্ত শাদাব
১১ এপ্রিল ২৫
এই সপ্তাহে আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে আইএল টি-টোয়েন্টির দলগুলো। এর মধ্যে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। ওয়ার্নারের সঙ্গে তারা দলে নিয়েছে মার্ক উডকেও।
আরব আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে কদিন আগেই অবসর নেয়া ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডুকে। তিনি খেলবেন এমআই এমিরেটসের হয়ে। এ ছাড়া মার্টিন গাপটিল ও মাহিশ থিকশানাকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। লুইস গ্রেগরিও খেলবেন একই দলের হয়ে।
দাসুন শানাকা, রহমানউল্লাহ গুরবাজ ও স্যাম বিলিংস এক সঙ্গে জুটি বাধবেন দুবাই ক্যাপিটালসের হয়ে। নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি আবুধাবি দলে ভিড়িয়েছে জস লিটন, লরি ইভান্স, রবি বোপারা ও ডেভিড উইলির মতো পরীক্ষিত ক্রিকেটারকে। এমআই এমিরেটস দলে ভিড়িয়েছে লঙ্কান তারকা কুশাল পেরেরা ও ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসাইনকেও।
তাদের সঙ্গে আছেন কোরি অ্যান্ডারসনও। শ্রীলঙ্কার বিস্ময় স্পিনার বিজয়কান্ত ভিয়াসকান্তও একই দলে হয়ে মাঠ মাতাবেন। আইএল টি-টোয়েন্টির আগামী আসর শুরু হবে ১৩ জানুয়ারি থেকে। টুর্নামেন্টের বেশ কয়েক মাস দেরি থাকলেও এখনই দল গোছানো শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কারণ একই সময় মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও এস এ টোয়েন্টির মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।