promotional_ad

এশিয়ান গেমসে ধোনির টোটকা কাজে লাগাতে চান রুতুরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রুতুরাজের বদলি ১৭ বছর বয়সী আয়ুষ

১৪ এপ্রিল ২৫
রুতুরাজের বদলি ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রে

বিশ্বকাপের ঠিক আগে এশিয়ান গেমস আয়োজিত হবে বলে এই টুর্নামেন্টের জন্য ঘোষিত ভারতীয় স্কোয়াডে জায়গা হয়নি রোহিত শর্মা-বিরাট কোহলিদের। রিঙ্কু সিং, ইয়াশভি জায়সাওয়ালদের নিয়ে গড়া এই দলের নেতৃত্বভার পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বভার পাওয়া রুতুরাজ আইপিএলে চেন্নাই সুপার কিংসে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগাবেন বলেই জানিয়েছেন।


আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বতে বেশ কয়েকটি আসরে খেলেছেন রুতুরাজ। 'ক্যাপ্টেন-কুল' খ্যাত ধোনির কাছ থেকে নেতৃত্বের অনেক খুঁটিনাটি বিষয় শিখেছেন বলে দাবি করেছেন রুতুরাজ। সেই অভিজ্ঞতাই এশিয়ান গেমসে কাজে লাগাতে চান এই ওপেনার।


promotional_ad

তিনি বলেন, 'সত্যি কথা বলতে নেতৃত্ব যথেষ্ট জটিল একটি বিষয়। মাহি ভাই (মহেন্দ্র সিং ধোনি) সবসময় বলতেন এক একটি ম্যাচ নিয়ে ভাবতে। বর্তমান সময় নিয়েই চিন্তা করতে এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন না হতে। সবাই আলোড়ন বা ওরকম কিছুই সৃষ্টি করতে চায়।'


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

'তবে আমি এমন নই যে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখব এবং কে আমাকে নিয়ে কি বলল সেটা শুনব। আমার মনে হয় এই জিনিসটিই আমি চেন্নাইতে শিখেছি।'


এশিয়ান গেমসে ভারতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রভসিমরান সিং। ১৫ জনের মূল স্কোয়াডে ??ইকেটরক্ষক হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। আরেকজন উইকেটরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা। দুজনই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন।


এই দলে জায়গা পেয়েছেন ইনফর্ম ওপেনার জায়সাওয়াল। রাহুল ত্রিপাঠীর অবশ্য এশিয়ান গেমসের দলে জায়গা করে নেয়া অনুমিতই ছিল। এ ছাড়া তিলক ভার্মাও আছেন এশিয়ান গেমসের স্কোয়াডে। এরা ছাড়াও রবি বিষ্ণই, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান, আর্শদিপ সিং, শিবম মাভি ও শিবম দুবেকে এশিয়ান গেমসে মাঠে নামতে দেখা যাবে।


এদের সাথে নিয়ে দলকে শিরোপা এনে দিতে চান রুতুরাজ, 'মাঠে আমি নিজের সেরাটা দেয়া নিয়ে আমি পুরোপুরি পরিষ্কার। দলের সবাই কীভাবে চিন্তা করে সেটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। মাঝেমধ্যে ব্যাটার এবং বোলারদের নিজস্ব কিছু পরিকল্পনা থাকে। তারা তাদের দিক থেকে খেলা নিয়ে চিন্তা করে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball