দুবেকে হার্দিকের বিকল্প হিসেবে চান চোপড়া
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিন শেষে একজন পান্ডিয়ারই জেতার কথা ছিল: ক্রুনাল
৮ এপ্রিল ২৫
২০১৮ সাল থেকে টেস্ট ক্রিকেট থেকে দূরে আছেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ব্যাটার হিসেবে খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সেই সময় একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা ভারতকে ভুগিয়েছে বেশ।
বিজয় শঙ্কর-শার্দুল ঠাকুররা জাতীয় দলের আশেপাশে থাকলেও ভারতের ভরসার প্রতীক হয়ে উঠতে পারেননি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাটে-বলে পারফর্ম করে নজর কেড়েছেন শিভম দুবে। দলের প্রয়োজনে মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে পেস বোলিংয়ে উইকেট নেয়ার দক্ষতা রয়েছে তার।

আইপিএলে দারুণ পারফর্ম করে ভারতের আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তিনি। একটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। বল হাতে মাত্র একটি ওভার করতে পেরেছেন তিনি। সাবেক ভারতীয় ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন বল হাতে দুবেকে পর্যাপ্ত সুযোগ দিলে পরিপূর্ণ অলরাউন্ডার হয়ে উঠতে পারেন তিনি।
দুবের দৃঢ়তা ও ধোনির ক্যামিওতে ৫ ম্যাচ পর চেন্নাইয়ের জয়
১৫ এপ্রিল ২৫
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে চোপড়া বলেছেন, 'আমি দেখতে চাই শিভম দুবেকে কতটা ব্যবহার করা হয়েছে। গত ম্যাচে তাকে এক ওভার দেয়া হয়েছিল। তারা কি এই ম্যাচে দুবেকে আরও ওভার দিতে পারে না?'
চলতি বছরের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে দারুণ ভূমিকা করেছেন দুবে। ১৪ ম্যাচে ৪৪০ রান করে দলের শিরোপা জয়েও দারুণ ভূমিকা পালন করেছেন। মৌসুম জুড়ে বোল হাতে এসেছেন মাত্র একবার, সেই ওভারে দুই চার ও ছয়ে দিয়েছিলেন ২৫ রান।
এরপরও চোপড়া মনে করেন দুবেকে আরও ব্যবহার করা উচিত। যাতে করে হার্দিকের ভালো বিকল্প হয়ে উঠতে পারেন তিনি। সাবেক এই ভারতীয় ক্রিকেটার বলেন, 'হার্দিক আপনার ফিনিশার এবং পেস বোলিং অলরাউন্ডার। শিভব দুবের হয়ত সেরকম বোলিং ক্ষমতা নেই। তবে সে আপনার ভালো বিকল্প হতে পারে। তাই আপনার অবশ্যই উচিত তাকে যথাযথভাবে ব্যবহার করা।'