বিশ্বকাপ সূচিতে আবারও আসছে পরিবর্তন!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘সুপার ফ্লপ রোহিতের অবসরের সময় হয়ে গেছে’
১৮ ঘন্টা আগে
ইতোমধ্যেই বিশ্বকাপ সূচিতে একবার পরিবর্তন এনেছে আয়োজক দেশ ভারত তথা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এবার আবারও বিশ্বকাপ সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে তারা, এমন সংবাদই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম 'দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস'।
এর আগে ভারত-পাকিস্তান ম্যাচসহ মোট নয়টি ম্যাচের সূচি পরিবর্তন করেছিল বিসিসিআই। মূলত নভোরাত্রির জন্য এবং নিরাপত্তা ইস্যুতে সেই সূচি পরিবর্তন করে বিসিসিআই। এবারও নিরাপত্তা ইস্যুতে সূচিতে বদল আনছে তারা।

বিশ্বকাপে হায়দরবাদের রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস এবং নিউজিল্যান্ড। এরপরের দিন, অর্থাৎ ১০ অক্টোবর একই মাঠে খেলার কথা রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার।
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
২০ ঘন্টা আগে
হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশানকে (এইচসিএ) ইতোমধ্যেই সেখানকার পুলিশ জানিয়েছে, টানা দুই দিন একই ভেন্যুতে নিরাপত্তা দেয়া সম্ভব নয়। মূলত পাকিস্তানের ম্যাচের দিকে আঙুল তাক করছে হায়দরাবাদের পুলিশ।
দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সেই সময়ে এক একটি ম্যাচে বিভিন্ন স্তর মিলিয়ে তিন হাজার পুলিশ সদস্য নিরাপত্তা দেবেন এবং এর বেশিরভাগ পুলিশই থাকবেন পাকিস্তানের টিম হোটেলে। এই কারণেই স্থানীয় পুলিশ এইচসিএকে জানিয়েছে, ৯ অক্টোবর নেদারল্যান্ডস-নিউজিল্যান্ডের ম্যাচটি হলে পরের দিনের নিরাপত্তা দিতে সমস্যা হবে তাদের।
এদিকে তৎক্ষণাৎ ব্যাপারটি বিসিসিআইকে জানিয়েছে এইচসিএ। পুরো বিষয়টি নিয়ে অবশ্য বিসিসিআই থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। এদিকে ২৫ আগস্ট থেকে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করবে আয়োজক ভারত।