স্টোকসের ‘স্বার্থপর’ সিদ্ধান্তের সমালোচনায় পেইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
অ্যাশেজ শেষেও বলেছিলেন বিশ্বকাপ নয় ভারতের টেস্ট সিরিজের জন্য নিজেকে তৈরি করবেন। কিন্তু সবকিছু ঝেড়ে বেন স্টোকস ফিরলেন ওয়ানডে দলে। বিশ্বকাপ খেলতেই তার এমন সিদ্ধান্ত। তার প্রত্যাবর্তনের ফলে কপাল পুড়েছে তরুণ ব্যাটার হ্যারি ব্রুকের।
হুট করে স্টোকসের এমন ফেরা পছন্দ হয়নি অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক টিম পেইনের। তিনি মনে করেন স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ এই অলরাউন্ডার। অথচ গত বছরের জুনে নিজেকে ফিট রাখতে ওয়ানডেকে বিদায় বলেছিলেন তিনি। এখন তিনি ঝুঁকি নিয়ে বিশ্বকাপে ফিরতে চলেছেন।

স্টোকসের প্রত্যাবর্তনের সমালোচনা করে পেইন বলেন, 'ওয়ানডে অবসর ভেঙে বেন স্টোকসের ফেরার বিষয়টি আমার কাছে অদ্ভুত লেগেছে। এই ব্যাপারটি একটু আত্মকেন্দ্রিক ছিল। ব্যাপারটি এমন ছিল যে, আমি বেঁছে নেব কোথায় খেলতে চাই, কখন খেলতে চাই এবং আমি শুধু বড় টুর্নামেন্টে খেলব।'
হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। এ কারণে তাকে বিশ্বকাপে দেখা যেতে পারে পুরোদস্তর ব্যাটার হিসেবে। অ্যাশেজেও তাকে বল হাতে খুব একটা দেখা যায়নি। এ কারণেই বিশ্বকাপে এই ইংলিশ তারকার বোলিং নিয়ে ধোঁয়াশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই টেস্ট অধিনায়ক।
গত ১২ মাস যারা ইংল্যান্ডের হয়ে পারফর্ম করেছেন তাদের জন্য কষ্ট হচ্ছে হচ্ছে পেইনের। শুধু ব্যাটার হিসেবে খেললে ব্রুক নাকি স্টোকস সেরা সেই প্রশ্নও ছুড়ে দিয়েছেন ব্রুক। স্টোকসের ফেরাকে তাই সতীর্থদের সঙ্গে উপহাসের সঙ্গে তুলনা করেছেন পেইন।
তিনি বলেন, 'আমি জানি না, সে (স্টোকস) যে বোলিং করছে না। সেটা হলে, ব্যাটসম্যান হিসেবে হ্যারি ব্রুক নাকি বেন স্টোকস? দুইজন খুব, খুব, খুবই কাছাকাছি। গত ১২ মাস ধরে যারা খেলছে, তাদেরকে বললাম, ‘দুঃখিত ও ধন্যবাদ। তবে আপনি গিয়ে বেঞ্চে বসুন, কারণ আমি এখন খেলব?’'