৯ বছর পর মুম্বাই ছাড়লেন বন্ড, জায়গা নিলেন মালিঙ্গা
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেঙ্গালুরু ট্র্যাজেডি: আইপিএল শিরোপা-উদযাপনের নিয়ম বেঁধে দিচ্ছে বিসিসিআই
২২ জুন ২৫
২০১৫ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলিং কোচের দায়িত্ব সামলেছেন শেন বন্ড। দীর্ঘ ৯ বছর পর সেই দায়িত্ব ছেড়েছেন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার। তার স্থলাভিষিক্ত হয়েছেন লাসিথ মালিঙ্গা।
আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই মুম্বাইয়ের সঙ্গে কাটিয়েছেন মালিঙ্গা। দলটির হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ আইপিএলের শিরোপা জিতেছেন এই লঙ্কান কিংবদন্তি পেসার। সেই সঙ্গে ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা জয়ী মুম্বাই দলের সদস্য ছিলেন তিনি।

মুম্বাইয়ের হয়ে ১৩৯টি ম্যাচে ৭.১২ ইকোনমিতে মালিঙ্গা নিয়েছেন ১৯৫ উইকেট। এর মধ্যে ১৭০ উইকেটই আইপিএলে। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসের অন্যতম সেরা বোলার ধরা হয় মালিঙ্গাকে। টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ ???ইকেট শিকারি তিনি।
মুম্বাইয়ের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে হার্দিক বললেন, ‘আমার আরও ভালো করা উচিত ছিল’
৩ জুন ২৫
২০১৮ সালে মুম্বাই দলের মেন্টর হিসেবে কাজ করেছেন মালিঙ্গা। ২০২১ সালে পাকাপাকিভাবে ক্রিকেট ছাড়ার পর আইপিএলের আরেক দল রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান তিনি। গত দুই মৌসুমে সফলতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন তিনি।
এবার মুম্বাইয়ের ডাকে রাজস্থানের দায়িত্ব ছাড়তে হয়েছে মালিঙ্গাকে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের আইএল টি-টোয়েন্টি ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ও সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে ফ্র্যাঞ্চাইজিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বন্ড।
মুম্বাই ইন্ডিয়ান্সের দায়িত্ব ছাড়ার সঙ্গে এই সাবেক কিউই পেসার অন্য দলগুলোর দায়িত্ব ছাড়ছেন কিনা এই বিষয়ে বিস্তারিত জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি। আইএল টি-টোয়েন্টির সর্বশেষ আসরে বন্ডের অধীনেই তিন নম্বরে থেকে আসর শেষ করেছিল এমআই এমিরেটস।