promotional_ad

এশিয়া কাপে ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় নেই বাশার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চোটের কারণে এশিয়া কাপে খেলা হচ্ছে না তামিম ইকবালের। ভাবনার কারণ লিটন দাসের সাম্প্রতিক ফর্মও। বাকি দুই ওপেনার নাইম শেখ ও তানজিদ হাসান তামিম ওয়ানডে ফরম্যাট বা আন্তর্জাতিক পর্যায়ে নতুন ও পরিক্ষিত নন। তাই আসন্ন এশিয়া কাপে ওপেনিং পজিশন বড় ভাবনার কারণ হতে পারে বাংলাদেশের। তবে নির্বাচক হাবিবুল বাশার অবশ্য, ওপেনিং নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছেন না।


সীমিত ওভারের ক্রিকেটে লিটন ও তামিমের জুটি ছিল ওপেনিংয়ে নিয়মিত মুখ। কিন্তু তামিমের ছিটকে যাওয়ায় লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে নাইম অথবা তানজিদকে। ফলে অনেকটা অপরীক্ষিত জুটি নিয়েই এশিয়া কাপের মতো মঞ্চে লড়তে হবে বাংলাদেশকে।


তানজিদ-নাইম নতুন হলেও লিটনের অভিজ্ঞতা ইতিবাচক বাংলাদেশের ক্রিকেটের জন্য। কিন্তু এই ব্যাটারের সাম্প্রতিক ফর্ম একটু হলেও ভাবাচ্ছে নির্বাচকদের। যদিও বাশার জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার, সঙ্গে ভয়ডরহীন ক্রিকেট খেলতে গেলে ক্রিকেটারদের ওপর আস্থার কথাও বলেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।


promotional_ad

মিরপুরে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, 'আমার মনে হয় না, (ওপেনিং নিয়ে) চিন্তিত হওয়ার কিছু আছে। আমরা আমাদের লক্ষ্যে পরিষ্কার। আমরা যে ক্রিকেটটা খেলার চেষ্টা করছি... আমাদের খেলার ধরনটা কিন্তু বদলেছে। আমরা যে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথাটা বলছিলাম, সেটা কিন্তু আমরা গত ২-৩ সিরিজ ধরে খেলছি। আমাদের পারফরম্যান্সে দেখতে পারবেন।'


'এমন ভয়ডরহীন ক্রিকেট খেলতে গেলে কিন্তু ক্রিকেটারদের সমর্থন দিতেই হবে। কারণ এই ধরনের ক্রিকেটের মূল মন্ত্র, আপনি আপনার ইতিবাচক ক্রিকেটটা খেলবেন। এতে করে যদি ১-২ ম্যাচ রান নাও করেন, আপনাকে আপনার দল সমর্থন করবে। সেই আত্মবিশ্বাস দেওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।' আরও যোগ করেন তিনি।


কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলেছেন লিটন। এই মুহূর্তে খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগেও। তবে দুই লিগেই বড় রান করতে ব্যর্থ তিনি। গ্লোবাল টি-টোয়েন্টিতে ৭ ইনিংস খেলে ২১.৭১ গড়ে তার সংগ্রহ ১৫২ রান। স্ট্রাইক রেট কেবল ১০০.৬৬।


এলপিএলে এখনও পর্যন্ত দুই ম্যাচে করেছেন ১ ও ৮ রান। পাশাপাশি চলতি বছর ওয়ানডেতেও তেমন ছন্দে নেই লিটন। ১২ ম্যাচে ৩০.১০ গড়ে করেছেন ৩০১ রান। সিলেটে গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে পরপর দুই ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংসের সৌজন্যে কিছুটা ভদ্রস্থ হয়েছে পরিসংখ্যান।


লিটনের ফর্ম প্রসঙ্গে বাশার বলেন, 'লিটন দাস ক্লাস ক্রিকেটার। বড় মাপের ক্রিকেটার। এই অফ ফর্মটা, আমি নিশ্চিত ও সময়মতো কাটিয়ে উঠবে। অনেক সময় হয় না, অনেক ভালো ফর্মে থাকতে থাকতে... ক্রিকেটারদের তো খারাপ সময় আসে। আমি মনে করি, ওর এখন খারাপ সময় চলছে। সামনে ঠিক হয়ে যাবে।'


এদিকে মাত্র ৪ ওয়ানডের অভিজ্ঞতা নিয়ে এশিয়া কাপে যাচ্ছেন নাইম। সবশেষ আফগানিস্তান সিরিজ দিয়ে প্রায় দুই বছর ওয়ানডেতে ফিরে দুই ম্যাচে তিনি করেন ৯ ও ০ রান। আর এখনও অভিষেক হয়নি তানজিদের। এই দুজনের মধ্য থেকেই যে কোনো একজন হবেন এশিয়া কাপে লিটনের উদ্বোধনী সঙ্গী। তাদের ওপর আস্থা রাখছেন হাবিবুল।


বাশার আরও বলেন, 'নাইম শেখ পুরোনো ক্রিকেটার। আগেও খেলেছে। হয়তো ফিরে এসেছে অনেক দিন পরে। যখন একজন ক্রিকেটার অনেক দিন পর ফিরে আসে, তাকে একটু সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ। তাদের স্কিল নিয়ে সন্দেহ নেই। সবাই স্কিলসমৃদ্ধ ক্রিকেটার। আমি বিশ্বাস করি, বড় মঞ্চে তাদের ভালো খেলার সম্ভাবনা বেশি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball