promotional_ad

তিলককে বিশ্বকাপে চান সৌরভও

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিলক-হার্দিকের ঝড় থামিয়ে ওয়াংখেড়েতে জিতল বেঙ্গালুরু

৭ এপ্রিল ২৫
১৫ বলে ৪২ রানের ইনিংস খেলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতাতে পারেননি হার্দিক পান্ডিয়া, বিসিসিআই

পিঠের চোটে প্রায় চার মাস ধরে মাঠের বাইরে শ্রেয়াস আইয়ার। কবে নাগাদ ক্রিকেটে ফিরবেন ??েটার নিশ্চয়তাও মেলেনি এখন অবদি। আইয়ার না থাকলেও চার নম্বর পজিশনের জন্য বিপাকে পড়তে হবে ভারতকে। যদিও দুশ্চিন্তার কিছু দেখছেন না সৌরভ গাঙ্গুলি। তিলক ভার্মাকে আইয়ারের বিকল্প হিসেবে দেখছেন ভারতের সাবেক এই অধিনায়ক। সেই সঙ্গে তিলককে এশিয়া কাপ ও বিশ্বকাপের নিয়ে যাওয়ার দাবি তুলেছেন সৌরভ।


যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর থেকেই চার নম্বরে জন্য হন্য হয়ে একজন ব্যাটার খুঁজছে ভারত। সবশেষ ৬ বছরে ঘুরিয়ে ফিরিয়ে ১৭ জন ব্যাটারকে খেলিয়েছে তারা। তবে তাদের কেউই থিতু হতে পারেননি। আইয়ার অবশ্য খানিকটা আশার আলো দেখিয়েছেন। তবে পিঠের চোট থাকে পিছিয়ে দিয়েছে অনেকখানি।


কদিন পরই শুরু হবে এশিয়া কাপ, এরপর ঘরের মাঠে খেলতে হবে ৫০ ওভারের বিশ্বকাপ। আইয়ারের চোট নিয়ে সুখবর না থাকায় চার নম্বরের জন্য নতুন ব্যাটার খুঁজতে হচ্ছে ভারতকে। সৌরভ অবশ্য সেটার সমাধান দিয়েছেন। আইপিএল মাতিয়ে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন তিলক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক সিরিজটাও রাঙিয়েছেন দারুণভাবে।


promotional_ad

লিস্ট ‘এ’ ক্রিকেটে তার পারফরম্যান্সও চোখে পড়ার মতো। বাঁহাতি এই ব্যাটারের ব্যাটিং দেখে তিলককে বিশ্বকাপের নেয়ার দাবি তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন, ওয়াসিম জাফররা। বাঁহাতি ব্যাটার হিসেবে প্রতিভা থাকায় চার নম্বরের জন্য তিলককে বিবেচনা করতে বলছেন সৌরভ। তিলকের ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন তিনি।


আরো পড়ুন

আইয়ারকে সব ফরম্যাটে দেখতে চান সৌরভ

২৬ মার্চ ২৫
অভিষেকেই ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো

ডেনভর ইভেন্টের অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘কে বলে আমাদের চার নম্বরের ব্যাটার নেই? আমাদের অনেক ব্যাটার আছে যারা এখানে ব্যাটিং করতে পারে। আমি খানিকটা ভিন্নভাবে ভাবি। আমার মাইন্ডসেট একটু আলাদা। এটা দারুণ একটা দল। বাঁহাতি হিসেবে তিলক ভার্মাকে বিকল্প হিসেবে দেখছি।’


তিলকের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘ তরুণ হিসেবে সে (তিলক) দারুণ একজন ক্রিকেটার। হয়ত খুব বেশি অভিজ্ঞতা নেই। কিন্তু এটা কোন ব্যাপার না। আমি তরুণ বাঁহাতি ব্যাটার যশস্বী জয়সাওয়ালকেও এই দলের টপ অর্ডারে দেখতে চাই। তার দারুণ সক্ষমতা আছে এবং সে ফিয়ারলেস। এই দলটা দারুণ।’


এশিয়া কাপ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। তবুও এখন পর্যন্ত দল ঘোষণা করেনি ভারত। মূলত আইয়ার এবং লোকেশ রাহুলের এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন নির্বাচকরা। অভিজ্ঞ রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সঙ্গে বেশ কয়েকজন তরুণও আছে। সৌরভ মনে করেন, রোহিত এবং রাহুল দ্রাবিড়কে সেরা একাদশটা বাছাই করতে হবে।


সৌরভ বলেন, ‘এটা অভিজ্ঞতা সম্পন্ন একটা দল হতে হবে যাদের ভয় নেই। জয়সাওয়াল, ভার্মা, ইশান কিশানরা যেতে পারে এবং ফিয়ারলেস ক্রিকেট খেলতে পারে। রাহুল (দ্রাবিড়), রোহিত এবং নির্বাচকদের সামনে অনেকগুলো অপশন আছে। তাদের শুধু খুঁজে বের করে সেরা একাদশ বাছাই করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball