অভিযোগের সুযোগ নেই, স্টোকস ফেরায় হয়ত বাদ পড়েছি: ব্রুক

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৬ ঘন্টা আগে
টেস্ট ক্রিকেটার হিসেবে হ্যারি ব্রুকের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। মারকাটারি ব্যাটিংয়ে টি-টোয়েন্টিতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ২৪ বছর বয়সি এই ব্যাটার। টেস্ট এবং টি-টোয়েন্টির মতো ওয়ানডেতে অবশ্য খুব বেশি সুযোগ পাননি তিনি। তবুও বিশ্বকাপ খেলার পথেই ছিলেন ব্রুক। তবে অবসর ভেঙে বেন স্টোকস ফেরায় জায়গা হারাতে হয়েছে তরুণ এই ব্যাটার। তবে এসব নিয়ে খুব বেশি অভিযোগের সুযোগ দেখছেন না ব্রুক।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে ২০২২ সালের শুরুতে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় ব্রুকের। এখন পর্যন্ত ২০ ম্যাচে ১৩৭.৭৭ স্ট্রাইক রেটে করেছেন ৩৭২ রান। টেস্টে ব্রুকের পথের চলাটা আরও রঙিন। ১২ টেস্টের ক্যারিয়ারে পাকিস্তানের সঙ্গে তিন সেঞ্চুরি, নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সেঞ্চুরি আছে তার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি না পেলেও দাপুটে ব্যাটিং করেছেন তিন হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে অবশ্য তিন ম্যাচের বেশি খেলার সুযোগ মেলেনি তার। তবুও টেস্ট এবং টি-টোয়েন্টিতে যেভাবে মিডল অর্ডারে ব্যাটিং করছিলেন তাতে করে বিশ্বকাপ দলে ব্রুকের থাকার সম্ভাবনা ছিল প্রবল। তবে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে জায়গা হয়নি তার। শেষ মুহূর্তে এসে স্টোকসের কাছে জায়গা হারাতে হয় তাকে।
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
১৪ মার্চ ২৫
গত বছরের জুলাইয়ে অবসর নিলেও বিশ্বকাপের কথা মাথায় রেখে নিউজিল্যান্ড সিরিজের আগের অবসর ভেঙে ৫০ ওভারের ক্রিকেটে ফেরেন স্টোকস। অনুমেয়ভাবেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ককে জায়গা দিতে ব্রুককে সরিয়ে দিতে হয়। দ্য হান্ড্রেডে ২৪ বলে ৪৪ রানের ইনিংস খেলার দিনে জানিয়েছেন, তিনি বাদ পড়া নিয়ে ভাবতে চান না।
ব্রুক বলেন, ‘অবশ্যই, এটা হতাশার কিন্তু আমি এখন এটি নিয়ে কিছু করতে পারব না। আপনি শুধু সামনে এগিয়ে যেতে পারেন। কোনভাবেই এটি আমি মনে না করার চেষ্টা করছি। এটি নিয়ে ম্যাথু (মট) এবং জসের (বাটলার) সঙ্গে খুব বেশি কথা হয়নি। তারা বলেছে স্টোকসি ফেরায় এবার হয়ত আমি মিস করতে যাচ্ছি।’
‘সে এখন পর্যন্ত ক্রিকেট খেলা ক্রিকেটারদের মাঝে সেরাদের একজন। সত্যিই আমি অভিযোগ করতে পারি না, আমি পারি? আমি অনুভব করছি এই মুহূর্তে আমি ভালো খেলছি এবং এটা অনুভব করি যে আমি দলে ভ্যালু যোগ করতে পারতাম। কিন্তু সবসময় আপনাকে এর চেয়ে বেশি কিছু করতে হবে।’