promotional_ad

জোরাজুরি করে স্টোকসকে ফেরানো যেত না: বাটলার

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন

১২ মার্চ ২৫
জস বাটলার ও সাঞ্জু স্যামসন

জস বাটলার ও ম্যাথু মট অনেকদিন ধরেই বেন স্টোকসের মন পরিবর্তনের চেষ্টা করছিলেন। অবশেষে সেই চেষ্টায় বেশ ভালোভাবেই সফল হয়েছেন তারা দুজন। তাই তো সিদ্ধান্ত পরিবর্তন করে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন স্টোকস। আলোচনা হলেও বাটলার জানিয়েছেন, ওয়ানডেতে ফেরাটা স্টোকসেরই সিদ্ধান্ত। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক মনে করেন, স্টোকসকে জোরাজুরি করলে ফেরানো যেত না।


সবশেষ ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে জয়ের নায়ক ছিলেন স্টোকস। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও বড় অবদান রেখেছিলেন তিনি। বড় মঞ্চে এমন পারফরম্যান্সের পরও তিন সংস্করণের খেলার চাপ নিতে না পারায় ওয়ানডে ক্রিকেট ছেড়েছিলেন স্টোকস।


অবসরের সময় তারকা এই অলরাউন্ডার বলেছিলেন, মানসিক ও শারীরিক ধকল কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও তখন থেকেই স্টোকসকে ফেরানোর চেষ্টায় ছিলেন মট। ইংল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণের প্রধান কোচ কদিন আগে জানিয়েছিলেন স্টোকসকে ফেরাতে কথা বলবেন বাটলার।


promotional_ad

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণার আগে স্টোকসের সঙ্গে কথা বলেছেন ইংল্যান্ডের অধিনায়ক। তার কোর্টে বল ঠেলে দেয়ার পর ফেরার সিদ্ধান্ত নেন স্টোকস। তাতে করে বিশ্বকাপে যে তিনি খেলবেন সেটা নিয়ে আর কোন অনিশ্চয়তা নেই। এদিকে বাটলার জানান, ফেরার সিদ্ধান্তটা কেবলই স্টোকসের।


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

বাটলার বলেন, ‘সত্যি বলতে এটা বেনের (স্টোকস) সিদ্ধান্ত ছিল। আপনারা সবাই বেনকে বেশ ভালোভাবেই চেনেন। আমার মনে হয় না কেউ তার সঙ্গে কথা বলে তাকে রাজি করাতে পারবে। কিছুদিন আগে এটা নিয়ে আমাদের কথা হয়েছিল।’


‘এটা তার উপর ছেড়ে দেয়া হয়েছিল যদি সে ফিরতে চায় আরকি। আমাদের এটা ভেবে ভালো লাগছে যে সে ফেরার জন্য প্রস্তুত এবং আপনি যেকোন সময় তাকে স্বাগত জানাবেন। দলের জন্য এটা দারুণ ব্যাপার।’


লম্বা সময় ধরেই এক সঙ্গে খেলছেন স্টোকস ও বাটলার। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টোকস খেলেছিলেন বাটলারের অধীনে। এবারও তারই নেতৃত্বে খেলতে হবে স্টোকসকে। বাটলার মনে করেন, স্টোকসকে জোরাজুরি করলে ওয়ানডেতে ফেরানো যেত না।


বাটলার বলেন, ‘বেন একেবারে একজন স্বাধীন মানুষ। সে নিজেই তার সিদ্ধান্ত নিয়েছে। আমি লম্বা সময় তার সঙ্গে খেলেছি। আমি তার ভালো বন্ধু। আমি যদি তাকে জোরাজুরি করতাম এবং বলতাম ‘ফিরে আসো, ফিরে আসো’ এটা বেনের সঙ্গে কাজে দিত না। সে তার নিজের মন মতো সিদ্ধান্ত নেয়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball