promotional_ad

ডি ভিলিয়ার্সের বিশ্বকাপ সেমিফাইনালিস্টে এশিয়ার এক দল

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বাংলাদেশ নক আউটে যাওয়ার মতো দল না’, বলছেন ভিলিয়ার্স

১৫ ফেব্রুয়ারি ২৫
ভিলিয়ার্স ও বাংলাদেশ দল

এশিয়ার মাটিতে খেলা হলেও এবি ডি ভিলিয়ার্সের সম্ভাব্য বিশ্বকাপ সেমিফাইনালে যাওয়া দলের তালিকায় আধিপত্য বিস্তার করেছে এশিয়ার বাইরের দলগুলো। সাউথ আফ্রিকাকে সঙ্গে করে এশিয়ার বাইরের তিন দলকে রেখেছেন তিনি। যেখানে এশিয়ার দল হিসেবে তার তালিকায় জায়গা পেয়েছে আয়োজক ভারত।


বিশ্বকাপ শুরু হতে দুই মাসও বাকি নেই। এখনও অনেকটা সময় বাকি থাকলেও ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে কারা যাবেন ভারত বিশ্বকাপের ফাইনালে। বীরেন্দ্রর শেবাগ, গ্লেন ম্যাকগ্রা, ক্রিস গেইল, ইয়ন মরগানরা নিজেদের মতামত দিয়েছেন। সেই তালিকায় এবার যুক্ত হলেন ৩৬০ ডিগ্রি খ্যাত ডি ভিলিয়ার্স। প্রায় সবাই বিশ্বকাপের সেরা চারে রেখেছেন ভারতকে।


promotional_ad

অন্য সবার মতো ডি ভিলিয়ার্সেরও সেরা চারে থাকছে স্বাগতিক ভারত। তাদেরকে ফেবারিট হিসেবেও মানছেন সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সঙ্গে ডি ভিলিয়ার্সের এই তালিকায় আছে অস্ট্রেলিয়া ও তার দেশ সাউথ আফ্রিকা।


আরো পড়ুন

সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন

৭ এপ্রিল ২৫
ফাইল ছবি

এবারের আসরটি রূপকথার হবে আখ্যা দিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘অবশ্যই ভারতকে রাখতে হবে। আমি তো মনে করি তারা আবারও বিশ্বকাপ জিতবে। এটা একটা রূপকথার বিশ্বকাপ হবে। সেমিফাইনালের ক্ষেত্রে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া—এই বিগ থ্রিকে রাখব আমি।’


অনেক সাবেক ক্রিকেটারই এবারের বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনা দেখছেন। বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা অনায়াসে সেমিফাইনাল খেলবে বলে ধারণা অনেকের। যদিও ডি ভিলিয়ার্সের সেরা চারের তালিকায় নেই ১৯৯২ সালের বিশ্বকাপজয়ীরা।


পাকিস্তানের ভালো সম্ভাবনা থাকলেও কষ্ট করে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করা সাউথ আফ্রিকাকে রাখছেন ডি ভিলিয়ার্স। প্রোটিয়াদের সাবেক এই ব্যাটার বলেন, ‘যদিও পাকিস্তানের ভালো সম্ভাবনা আছে, তবু চার নম্বরে আমি সাউথ আফ্রিকাকেই রাখব।’


উপমহাদেশের বাইরের তিন দলকে রাখা ঝুঁকিপূর্ণ হলেও উইকেটের কথা বিবেচনা করে এমন বাজি ধরছেন তিনি। ডি ভিলিয়ার্স বলেন, ‘উপমহাদেশের বাইরের তিনটা সেমিফাইনালে রাখাটা ঝুঁকিপূর্ণ। তারপরও নিজের অনুমানে আমি অটল, কারণ বিশ্বকাপ ভালো উইকেটে খেলা হবে। আমার মনে হয় না বিশ্বকাপে খারাপ উইকেট থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball