ইনজুরির গুজব উড়িয়ে দিলেন নাসিম শাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মঈন আলীর চোখে আফ্রিদি-নাসিমরা সেরা বোলার নন
১৬ মার্চ ২৫
এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তান দলে রাখা হয়েছে পেসার নাসিম শাহকে। কিন্ত সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠেছিল পাকিস্তানি এই বোলার লঙ্কা প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়েছেন। এদিকে তার বদলে পরের ম্যাচেই টুর্নামেন্টে অভিষেক হয়েছিল শরিফুল ইসলামের। ফলে গুজবটি জোরালো হয়। নাসিম অবশ্য এবার নিজেই জানিয়ে দিলেন ইনজুরি নয়, বরং বাবর আজমের পরামর্শে ম্যাচ না খেলে বিশ্রামে ছিলেন তিনি।
পাকিস্তানের জার্সি গায়ে গত বছর অভিষেক হয়েছিল নাসিমের। এরপর দেশের হয়ে ৮ ওয়ানডেতে নিয়েছেন ২৩ উইকেট। চলতি বছরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়েছিলেন পাঁচ উইকেট। এরপর তাকে রাখা হয়েছে আসন্ন এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডেও।

বর্তমানে নাসিম খেলছেন লঙ্কা প্রিমিয়ার লিগের কলম্বো স্ট্রাইকার্সে। দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আগে ৭ ম্যাচ খেলে নাসিম নিয়েছেন ১০ উইকেট। সেখানে খেলাকালীন ইনজুরিতে পরেছেন এই বোলার, এমনটাই গুজব উঠেছিল। তবে এবার সেই গুজব নিজেই উড়িয়ে দেন নাসিম।
মূলত পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের পরামর্শে বিশ্রামে ছিলেন তিনি, 'আমি ইনজুরিতে পড়িনি, আমি ক্লান্ত ছিলাম। বাবর আজম আমাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।'
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
২০ ঘন্টা আগে
চলতি মাসেই শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। এরপরই দলটি এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই মাঠে নামবে। সামনে বড় আসর রেখে দলে কোনও ইনজুরি চাইবেন না অধিনায়ক বাবর, এটাই স্বাভাবিক।
ব্যস্ত সূচির কথা মাথায় রেখেই বাবরের এমন পরামর্শ ছিল। এই ব্যাপারে নাসিম বলেন, আমাদের আফগানিস্তান সিরিজ এবং এশিয়া কাপ আসছে সামনে। আমি একের পর এক ম্যাচ খেলছিলাম ফলে বিশ্রাম নেয়ার কোনও সময় ছিল না।'