বড়দের বিশ্বকাপ জিততে চান তানজিদ

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অভিষেক রাঙিয়ে রাতুলের ৫ উইকেট, জিতল রূপগঞ্জ
২৫ মার্চ ২৫
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিলেন তানজিদ হাসান তামিম। তারপর সময়ের পরিক্রমায় পারফর্ম করে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। সেটাও আবার এশিয়া কাপের মতো বড় মঞ্চে। এশিয়া কাপে ভালো পারফরম্যান্স করে আসন্ন বিশ্বকাপেও জায়গা পাকা করে নিতে চান এই ওপেনার। একইসাথে দেশকে বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য এনে দেয়া এই তরুণ এবার বড়দের বিশ্বকাপও জিততে চান।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যারা জিতেছিলেন তাদের মধ্যে সবার আগে জাতীয় দলে সুযোগ করে নিয়েছিলেন শরিফুল ইসলাম। তারপর মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়রাও কোনও না কোনও ফরম্যাটে জায়গা পেয়েছেন।

তবে তানজিদ জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন কিছুটা আকস্মিকভাবেই। নিয়মিত ওপেনার তামিম ইকবালের ইনজুরি, ঘরোয়া ক্রিকেটে তানজিদের ফর্ম এবং তার সহজাত ব্যাটিংয়ের ওপর হেড কোচ চান্দিকা হাথুরুসিংহের পছন্দ হওয়ার কারণেই এশিয়া কাপের স্কোয়াডে রীতিমতো 'চমক' হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি।
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১২ ঘন্টা আগে
বিশ্বকাপ জিততে চাওয়ার ব্যাপার তানজিদ বলেন, ‘আমরা যেটা অর্জন করছি, সেটা তো এখন অতীত। সবার মধ্যে এখন একটাই কথা, একটা স্বপ্ন যে বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সবারই যখন দেখা হয়, সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে, আমরা এশিয়া কাপ যত টুর্নামেন্টই খেলি না কেন, ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকেই যায়। ইনশাআল্লাহ চেষ্টা করব এবার। যদি কপালে থাকে, ইনশাআল্লাহ হয়ে যাবে।’
প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়ায় রোমাঞ্চিত তানজিদ। তবে ঘরোয়াতে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে নিয়মিত ম্যাচ খেলতে থাকায় পরিবেশটা একদম নতুন নয় তার কাছে।
তানজিদ আরও বলেন, ‘আলহামদুল্লিলাহ যে জাতীয় দলে সুযোগ পেয়েছি। তারপরও এশিয়া কাপের মতো একটা মঞ্চে সুযোগ পেয়েছি। সিনিয়রদের সঙ্গে এর আগেও খেলা হয়েছে আমার। বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টগুলোতে, বিসিবি প্রেসিডেন্ট কাপ, সব জায়গাতেই খেলা হয়েছে। উপভোগ করছি অনেক।’