স্বাধীনতা পেয়ে ইতিবাচক ক্রিকেটে মন তানজিদের
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অভিষেক রাঙিয়ে রাতুলের ৫ উইকেট, জিতল রূপগঞ্জ
২৫ মার্চ ২৫
বয়সভিত্তিক ক্রিকেট থেকেই ঝড়ো ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও ব্যাটিং নিয়ে নজর কেড়েছেন বাঁহাতি এই ওপেনার। আলো ছড়িয়ে বাংলাদেশ জাতীয় দলেও ডাক পেয়েছেন তানজিদ তামিম। বয়সভিত্তিকের মতো জাতীয় দলেও আক্রমণাত্বক ক্রিকেট খেলার স্বাধীনতা পেয়েছেন তিনি। ফলে সুযোগ পেলে ইতিবাচক ক্রিকেট খেলতে চান তানজিদ তামিম।
সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলেছেন বগুড়ার এই ক্রিকেটার। যেখানে ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ৪৭৪ রান করেছিলেন তানজিদ তামিম। ডিপিএলে বাঁহাতি এই ওপেনারের স্ট্রাইক রেট ছিল ৯৩.৩০।
ডিপিএলের পর সবশেষ ইমার্জিং এশিয়া কাপেও দারুণ ব্যাটিং করেছেন তানজিদ তামিম। ৪ ম্যাচ খেলা এই ওপেনার জাতীয় দলে খেলা নাইম শেখ, সৌম্য সরকারদের ছাপিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। ৪ ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে করেছিলেন ১৭৯ রান। দ্রুত রান তোলায় সবার মন জয় করেছিলেন তিনি।

এমন পারফরম্যান্সের পর এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে ডাক মেলে তার। বড়দের হয়েও একই ধরনের ক্রিকেট খেলার স্বাধীনতা পেয়েছেন তিনি। তানজিদ তামিম বলেন, ‘আমি সত্যি অনেক উপভোগ করছি। টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। যেভাবে এতো দিন ব্যাটিং করে আসছি সেভাবে করার জন্য। আমি গেম সিনারিও উপভোগ করছি।’
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৫ ঘন্টা আগে
অনেকের ধারণা খানিকটা আক্রমণাত্বক ক্রিকেট খেলেন তানজিদ তামিম। যদিও এমনটা মানতে চান না তিনি। বাঁহাতি এই ওপেনার মনে করেন তিনি তার শক্তির ওপরই ভরসা রাখার চেষ্টা করেন। তানজিদ তামিম বলেন, ‘দেখেন আমি এইসব চিন্তা করে ব্যাটিংয়ে নামি না। ব্যাক অব দ্য মাইন্ড এটাই থাকে যে ইতিবাচক ক্রিকেট খেলব।’
‘অনেকেই বলে আমি অনেক আক্রমণাত্বক ক্রিকেট খেলি। এই রকম না। আমি শুধুমাত্র নরমাল থাকার চেষ্টা করি। আমার শক্তির উপর বিশ্বাস রাখার চেষ্টা করি। আমার বিশ্বাস করি আমার শক্তি এবং ইতিবাচক খেলায়।’
এদিকে অবসর নিলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল। তবে চোটের কারণে এশিয়া কাপ খেলা হচ্ছে না বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়কের। তামিম না থাকায় এশিয়া কাপে ডাক পড়েছে ‘জুনিয়র’ তামিমের। তাতে করে তামিমের মতো প্রত্যাশা আছে তার কাছেও।
যদিও সেসব নিয়ে একদমই চাপ নিচ্ছেন না তানজিদ তামিম। বরং তিনি মনে করেন এটা যত ভালোভাবে মানিয়ে নিতে পারবেন তত ভালো ক্রিকেট খেলা যাবে। তামিমের জায়গায় খেলা চাপের কিনা এমন প্রশ্নের জবাবে তরুণ এই ওপেনার বলেন, ‘প্রত্যাশা ও চাপের কথা যাই বলুন, আমরা পেশাদার ক্রিকেট খেলি। এটা চাপের খেলা।’
‘খেলায় অনেক ধরনের পরিস্থিতি থাকে, জিনিসটা যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব তত ভালো ক্রিকেট খেলতে পারব। উনি (হাথুরুসিংহ) আমাকে ব্যাটিং দেখে বলেছে যে রকম খেলছ সেই রকম খেলো। শুধুমাত্র তোমার সহজাত খেলাটা খেলো। বেশি কিছু তাড়া করার চেষ্টা করো না। শুধু এই টুকুই।’