পাকিস্তানের মিডল অর্ডারকে ‘আগ্রাসী’ বানাতে চান ব্র্যাডবার্ন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের সাথেই শুরু হবে পিএসএল, বিদেশি ক্রিকেটার নিয়ে শঙ্কা
২ ঘন্টা আগে
হেড কোচ হওয়ার পর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজই প্রথম অ্যাসাইনমেন্ট গ্র্যান্ট ব্র্যাডবার্নের। আফগানদের মোটেও হাল্কাভাবে নিচ্ছেন না পাকিস্তানের এই কোচ। হেড কোচ হওয়ার পর দলের মিডল অর্ডারের ব্যাটিং দুর্বলতা কাটাতে চেষ্টা চালাচ্ছেন তিনি।
সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের মিডল অর্ডারের ব্যাটিং দুর্বলতা নতুন কিছু নয়। হেড কোচ হিসেবে এটা অস্বীকারও করেননি ব্র্যাডবার্ন। আপাতত স্কিলে নজর দিয়ে এই সমস্যার সমাধান চান তিনি। একইসঙ্গে আগ্রাসী ব্যাটিংয়েও নজর তার।

পাকিস্তানের নতুন হেড কোচ বলেন, 'আমরা বিশ্বাস করি, পাকিস্তান মিডল অর্ডারে সফল নয়। যেখানে আমাদের সফল হওয়া উচিত। আমাদের আগ্রাসী মনোভাবের সাথে কিছু স্কিল রপ্ত করছি। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং এবং ফিল্ডিংয়েও আমরা স্কিল রপ্ত করছি।'
এদিকে আফগানিস্তানকেও হেয় করে দেখছেন না এই কোচ, 'আমরা একটি করে ম্যাচ নিয়ে ভাবব। বর্তমানে আমরা আফগানিস্তানকে নিয়েই ভাবছি। তারা শক্ত প্রতিপক্ষ যাদের আমরা যথেষ্ট সম্মান করি। আধুনিক ক্রিকেটে আমরা কাউকেই অবজ্ঞা করতে পারি না, আফগানিস্তানকেও নয়।'
জাকা আশরাফের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব নেয়ার পর পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে যুক্ত হয়েছেন মিকি আর্থার। যদিও দলের সঙ্গে সবসময় থাকবেন না তিনি। ইংলিশ কাউন্টি দল ডার্বিশায়ারেই বেশীরভাগ সময় কাটাবেন আর্থার।
তবে পাকিস্তান জাতীয় দলের যেকোনো সিদ্ধান্তও তিনিই নেবেন, এমনটা নিশ্চিত করেছেন ব্র্যাডবার্ন। নিয়মিতই আর্থারের সঙ্গে যোগাযোগ রাখছেন অভিজ্ঞ এই কোচ। এশিয়া কাপের ভারতের বিপক্ষে ম্যাচটির আগেই (২ সেপ্টেম্বর) অবশ্য দলের সঙ্গে যোগ দেবেন আর্থার।
ব্র্যাডবার্ন আরও বলেন, '২৩ আগস্ট শ্রীলঙ্কা পৌঁছে যাবেন আর্থার। ভারতের সাথে ম্যাচ হওয়া পর্যন্ত দলের সঙ্গেই তিনি থাকবেন। আমাদের সিদ্ধান্ত একরকমই থাকবে। কোচিংয়ে আমরা নিজেদের সহযোগিতা করি। লম্বা সময় ধরে আমরা বন্ধু। মিকি এবং আমি প্রতিদিন যোগাযোগ করি। আমরা যে পথে দলকে নিতে চাচ্ছি সেখানে বেশীরভাগ নির্দেশনা তিনিই দিচ্ছেন।'