অবসর ভেঙে ইংল্যান্ডের ওয়ানডে দলে স্টোকস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেন স্টোকস অবসর নিলেও দলের সবচেয়ে বড় ‘ম্যাচ উইনারকে’ ভারতে নিয়ে যেতে প্রত্যয়ী ছিলেন ম্যাথু মট। যদিও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার ওয়ানডেতে না ফেরার কথা জানিয়েছিলেন। তবে কদিন আগে ব্রিটিশ গণমাধ্যম জানায় স্টোকসকে ফেরাতে চেষ্টা চালাবেন অধিনায়ক জস বাটলার। অবশেষে তার প্রচেষ্টা সফল হলো। তাতে করে ব্রিটিশ গণমাধ্যমের গুঞ্জনও শেষ পর্যন্ত সত্যি হলো।
ঠাসা সূচিতে মানসিক ও শারিরীক ধকল কাটাতে অবসর নেয়া স্টোকস ৫০ ওভারের ক্রিকেটে ফিরলেন অবসর ভেঙে। সিদ্ধান্ত পরিবর্তন করা অভিজ্ঞ এই অলরাউন্ডারকে নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজের জন্য দল দিয়েছে তারা।
২০১৯ সালে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন স্টোকস। ৫০ ওভারের ক্রিকেট দলের রাডারেও ছিলেন এই অলরাউন্ডার। তবুও ব্যস্ত সূচিতে ধকল কাটাতেগত বছরের জুলাইয়ে ওয়ানডেকে বিদায় বলেছিলেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের নায়ক। অবসর নিলেও ভারত বিশ্বকাপে তার খেলার গুঞ্জন ছিল আগে থেকেই।

তাঁর জন্য দুয়ার খোলা, স্টোকসের অবসরের সময় এমন বলেছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেট দলের প্রধান কোচ। এদিকে ওয়ানডে দলে থাকলেও কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই স্টোকস। এ ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াডে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন গাস অ্যাটকিনসন, জশ টাং ও জন টার্নার ।
ইংল্যান্ড পুরুষ দলের নির্বাচক লুক রাইট স্টোকসের ফেরার প্রসঙ্গে বলেন, 'আমরা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য খুব শক্তিশালী দল ঘোষণা করতে সক্ষম হয়েছি। স্টোকসের ফেরা অবশ্যই আনন্দদায়ক, কারণ তাকে ইংল্যান্ডের ওয়ানডে জার্সিতে দেখতে প্রত্যেকেই মুখিয়ে ছিল।'
'স্টোকসের ফেরা দলের জন্য আশীর্বাদ, তা ছাড়া সে একজন ম্যাচ উইনার এবং সে একজন নেতা। নতুন মুখ হিসেবে এসেছেন গাস অ্যাটকিনসন ও জন টার্নার। অ্যাশেজে ভালো করায় জশ টাংকেও আমরা টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা দিয়েছি। তার এটা প্রাপ্য।'
আগামী ৮ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এর আগে ৫ সেপ্টেম্বরের মধ্যেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে। অবশ্য ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রাথমিক দলে আইসিসির অনুমোদন ছাড়াই পরিবর্তন আনা যাবে। নিউজিল্যান্ডের পর আয়ারল্যান্ডের সঙ্গে আরেকটি সিরিজ খেলবে ইংল্যান্ড।
স্টোকসের নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকা মানে নিশ্চিত করেই বলা যাচ্ছে বিশ্বকাপও খেলতে যাচ্ছেন তিনি। তবে ওয়ানডে বিশ্বকাপে অংশ নিলেও আগামী আইপিএলে অংশ নাও নিতে পারেন তিনি। কারণ হাঁটুতে একপর্যায়ে গিয়ে অস্ত্রোপচারও করাতে হতে পারে তাঁর।
ইংল্যান্ডের ওয়ানডে দল- জস বাটলার, মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দল- জস বাটলার, রেহান আহমেদ, মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জশ টাং, জন টার্নার, লুক উড।