সংস্কৃতিতে পরিবর্তন আনতে সবাইকে ধৈর্য ধরতে বলছেন স্যামি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে: স্যামি
৮ ডিসেম্বর ২৪
গত কয়েকমাস মোটেই ভালো যায়নি ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়াসহ নানান ঘটনায় বাজে সময় কাটছিল তাদের। ঠিক এমন সময়ে শক্তিশালী ভারতকে সিরিজ হারিয়ে যেন প্রাণ ফিরে পেল ক্যারিবিয়ানরা। দলটির সাদা বলের ক্রিকেটের হেড কোচ ড্যারেন স্যামি তাই ঘোষণা দিচ্ছেন সংস্কৃতিতে পরিবর্তন আনার। এ জন্য সবাইকে ধৈর্যও ধরতে বলেছেন সাবেক এই অলরাউন্ডার।
গত ১২ মাসে নানান ঘটনা ঘটে গেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে। হেড কোচ ফিল সিমন্স দায়িত্ব ছেড়েছেন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস এবং দলটির অধিনায়ক নিকোলাস পুরান টানা ব্যর্থতায় অধিনায়কত্ব ছাড়েন।

এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে আগেভাগে বাদ পড়ে যাওয়ার ঘটনা তো আছেই। এরই মধ্যে ভারতকে টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। দলটির হেড কোচের চোখে এটাই যেন সংস্কৃতি পরিবর্তনের প্রথম ধাপ। তবে রাতারাতি কিছুই বদলে যাবে না বলেই বিশ্বাস স্যামির।
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
১৪ ঘন্টা আগে
তিনি বলেন, 'মূল লক্ষ্য থাকবে সংস্কৃতিতে পরিবর্তন আনা। কাজের সংস্কৃতি, যেখানে সবাই অন্তর্ভুক্ত। ক্রিকেট বিভাগের পরিচালকের সাথে আমার কথা হয়েছে, সবকিছুই বদলাতে যাচ্ছে। অবশ্যই আমি তাকে ধৈর্য ধরতে বলেছি।'
'কেননা এটা রাতারাতি বদলে যাবে না। তবে আমরা চেষ্টা করছি সবকিছু বদলে দেয়ার। ভক্তদের আমি বলব, 'ধৈর্য করো'। আমরা সবাই পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছি যা ওয়েস্ট ইন্ডিজের জন্য দারুণ কিছু হবে।'
স্যামি আরও জানান, ওয়েস্ট ইন্ডিজের নতুন ওয়ানডে অধিনায়ক শাই হোপ এবং টি-টোয়েন্টির অধিনায়ক রভম্যান পাওয়েলের সঙ্গে ইতোমধ্যেই সুসম্পর্ক গড়ে তুলেছেন তিনি। আর তাদের সঙ্গে নিয়েই সংস্কৃতি বদলের প্রক্রিয়ায় হাঁটতে চান দলটিকে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সাবেক এই অধিনায়ক।