‘নেটে আফ্রিদি-রউফদের বল খেললে অন্য বোলারদের খেলা সহজ হয়ে যায়’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন আব্দুল্লাহ শফিক। এরই মধ্যে আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। এশিয়া কাপে আবারও মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে সামনে রেখে ভক্ত সমর্থকদের মধ্যে উন্মাদনা বইছে।
যদিও উন্মাদনা স্পর্শ করছে না শফিককে। তিনি জানিয়েছেন ভারত-পাকিস্তান লড়াইকে একটি সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন তিনি। সুযোগ পেলে সেরাটা দিয়ে দলকে ম্যাচ জেতানোতেই মনোযোগ রাখতে চান পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটার।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'হ্যাঁ, আমরা উদগ্রীব হয়ে আছি। দুই দেশের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কিন্তু ক্রিকেটারদের জন্য এটা শুধুই খেলা। দর্শকদের জন্য এটা ভিন্ন, কিন্তু আমাদের জন্য এটা শুধুমাত্র একটি খেলা এবং আমরা চাই যখনই সুযোগ আসে দল হিসেবে ভালো খেলার এবং ম্যাচ জেতার।'
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
এশিয়া কাপ ও বিশ্বকাপে বিশ্বের সেরা সব পেসারদের মোকাবেলা করতে হবে পাকিস্তানকে। শফিক মনে করেন অনুশীলনে পাকিস্তানের পেসারদের মোকাবেলা করার পর অন্য পেসারদের খেলা সহজ হয়ে যায়। শাহীন আফ্রিদিকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয়।
হারিস রউফ, নাসিম শাহরাও ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। বিশ্বের অন্য দলগুলোও তাদের সমীহ করে। ফলে সতীর্থদের সামর্থ্যের প্রশংসা করেছেন শফিক। তার ভাষ্য, 'আমাদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। এমনকি বিশ্বসেরাও। তাই অবশ্যই যখন আমরা তাদের বিপক্ষে অনুশীলন করি নেটে এবং তাদের চ্যালেঞ্জিং স্পেলগুলোর মুখোমুখি হই। এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।'
এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে শফিক বলেন, 'আমাদের প্রস্তুতি বেশ ভালো এবং আমরা সেভাবেই মনোযোগ রাখছি। তারা সেরা বোলার (আফ্রিদি-রউফরা) এবং আমরা যদি তাদের বিপক্ষে খেলি তাহলে অবশ্যই ভালোভাবে অন্য বোলারদের মোকাবেলা করব তখন আওরো আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব।'