এসএ টোয়েন্টি শুরু ১০ জানুয়ারি, নিলাম ২৭ সেপ্টেম্বর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন
৭ এপ্রিল ২৫
এসএ টোয়েন্টির আগামী আসরের দিনক্ষণ চূড়ান্ত করলো আয়োজকরা। আগামী ১০ জানুয়ারিতে থেকে শুরু হচ্ছে সাউথ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগটি।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইন্টার্ন ক্যাপ ও জোবার্গ সুপার কিংস। প্রতি সপ্তাহে ডাবল হেডার বা দুটি ম্যাচ করে হবে প্রতি শনিবার।

যদিও এর আগে রবিবার ডাবল হেডার দেয়ার পরিকল্পনা করা হয়েছিল। ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। এবারের আসর থেকে থাকছে না কোনো সেমিফাইনাল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে এসএ টোয়েন্টিতেও শুরু হচ্ছে কোয়ালিফায়ার পদ্ধতি। ফলে টুর্নামেন্টে যুক্ত হচ্ছে এলিমিনেটর ও দুটি কোয়ালিফায়ার।
এসএ টোয়েন্টির ফাইনাল হবে ১০ ফেব্রুয়ারি। যদিও এসএ টোয়েন্টি শেষ হওয়ার আগেই নিউজিল্যান্ডের বিপক্ষে সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হবে। ফলে ৪ ফেব্রুয়ারির আগেই অনেক খেলোয়াড়কে টুর্নামেন্ট ছাড়তে হবে।
এসএ টোয়েন্টির এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর। ৬টি দলই এরই মধ্যে রিটেইন লিস্ট জমা দিয়েছে। এর মধ্যে দেশি এবং বিদেশি অনেক তারকা ক্রিকেটার রয়েছে।