promotional_ad

অ্যাশেজে ১৯ উইকেট নিয়ে জুলাইয়ের সেরা ওকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসির মাসসেরার দৌড়ে আইয়ারের সঙ্গে রাচিন-ডাফি

৮ এপ্রিল ২৫
জ্যাকব ডাফি, শ্রেয়াস আইয়ার ও রাচিন রবীন্দ্র, আইসিসি

সর্বশেষ অ্যাশেজে দুর্দান্ত বোলিং করেছেন ক্রিস ওকস। তিন ম্যাচ খেলে ১৯ উইকেট নিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছেন এই ইংলিশ বোলার। তার সঙ্গে প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়ন পেয়েছিলেন জ্যাক ক্রলি ও বাস ডি লিড। দুজনকেই ছাপিয়ে মাসসেরা হলেন ওকস। নারীদের ক্রিকেটে জুলাই মাসের সেরা ক্রিকেটার হয়েছেন অ্যাশলে গার্ডনার। 


মাসসেরা হয়ে ওকস বলেছেন, ‘জুলাই মাসে আইসিসি মেনস প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হওয়ায় খুব ভালো লাগছে। অ্যাশেজে আমরা যা কিছু করেছি তা ছিল একটি দলীয় প্রচেষ্টা, এবং প্রত্যেকে তাদের কাজ না করে কোনো স্বতন্ত্র পুরষ্কার সম্ভব হবে না। তবে স্বীকৃতি পাওয়া সবসময়ই ভালো, বিশেষ করে যখন এটি একটি পাবলিক ভোট হয়।’


promotional_ad

অ্যাশেজে প্রথম দুই টেস্টে খেলা হয়নি ওকসের। প্রায় এক বছরের বিরতির পর বল হাতে ফিরে অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নেন ওকস। এরপর ব্যাট হাতেও ৩২ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন তিনি। 


চতুর্থ টেস্টে ৬ উইকেট ও শেষ টেস্টে ওকস নেন ৭ উইকেট। সিরিজের তৃতীয় সর্বোচ্চ উইকেট নিয়েও সিরিজসেরার পুরষ্কার ওঠে তার হাতে। মাসসেরার লড়াইয়ে ওকসের যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন ক্রলি ও বাস ডি লিড। দুজনেই ব্যাট হাতে মাস জুড়ে পারফর্ম করেছেন।


অ্যাশেজে ক্রলি ৯ ইনিংসে ব্যাট করে ৪৮০ রান করেছেন। সিরিজ জুড়ে ৩টি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন। এর মধ্যে ওল্ড ট্রাফোর্ডে ১৮২ বলে খেলেছিলেন ১৮৯ রানের ইনিংস। জুলাই মাসে ৫৮.৮৫ গড়ে ৪১২ রান এসেছে ক্রলির ব্যাট থেকে।


ডাচ অলরাউন্ডার ডি লিডও দারুণ পারফরম্যান্স করেছেন। অলরাউন্ড পারফরম্যন্সে নেদারল্যান্ডসকে প্রায় একাই বিশ্বকাপের মূল পর্বে টেনে তুলেছেন বাস ডি লিড। একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেটের রেকর্ড আছে তার বিশ্বকাপ বাছাই পর্বে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball