তিলক-স্যামসনকে এশিয়া কাপ-বিশ্বকাপে চান হজ
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
টপ অর্ডার নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছে ভারত। বেশ কয়েকজন ক্রিকেটারকে টপ অর্ডারে খেলানো হলেও কেউই থিতু হতে পারছেন না। এর মধ্যে লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারকে নিয়ে শঙ্কা রয়েছে। দুজনই ইনজুরিতে ভুগছেন।
আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে রোহিত শর্মা ওপেনিংয়ে নিশ্চিত থাকলেও তার সঙ্গী কে হবেন তা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়নি। এরই মধ্যে ওপেনিংয়ে শুভমান গিল ও ইশান কিশান বিবেচনায় আছেন।

অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হজ জানিয়েছেন রোহিতের সঙ্গে কিশান ওপেনিং করলে চার নম্বরে তিলক ভার্মাকে চান তিনি। ওয়ানডে না খেললেও টি-টোয়েন্টিতে এই তরুণ ব্যাটার যেভাবে টি-টোয়েন্টিতে খেলেছেন তাতে তিনি তার মধ্যে ভালো কিছুর আশা দেখেছেন তিনি।
পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা
২১ মে ২৫
হজ বলেন, 'তারা যদি কিশান এবং রোহিত শর্মাকে দিয়ে ওপেন করায় তাহলে আমি চাই ৪ নম্বরে তিলক ভার্মা আসুক। সে যদিও খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলেনি। তবে সে যেভাবে টি-টোয়েন্টি খেলেছে সে বুঝিয়ে দিয়েছে যে যেকোনো পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নেয়ার জন্য সবকিছু আছে তার মধ্যে।'
ভারতকে আরেকটি কম্বিনেশনের ধারণা দিয়েছেন হজ। রোহিতের সঙ্গে যদি গিলকে ওপেনিং করানো হয় তাহলে উইকেটরক্ষক ব্যাটার সাঞ্জু স্যামসন চার নম্বরে খেলতে পারবেন। তাকে নিয়ে নিজের প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।
হজ বলেন, 'যদি তারা গিল এবং রোহিতকে নিয়ে টপ অর্ডার সাজায়। আর চার নম্বর ব্যাটার হিসেবে সাঞ্জু স্যামসন যদি উইকেটকিপার হিসেবে বিশ্বকাপে যায় তাহলে আমি মনে করি সে দলকে ভালো কিছু দিতে পারে।'
রাহুল এবং আইয়ারের অপেক্ষাতে থাকায় এখনও এশিয়া কাপের দল ঘোষণা করেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সোমবার দুজনেরই স্ক্যান করানো হয়েছে। তাদের রিপোর্ট হাতে পেলেই এশিয়া কাপের দল ঘোষণা করবে বিসিসিআই। সেখানে কোনো চমক থাকে কিনা সেটাই দেখার বিষয়।