ভারত সিরিজ দিয়েই ফিরবেন কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
১ ঘন্টা আগে
চোট কাটিয়ে বিশ্বকাপে ফেরার লক্ষ্য স্থির করেছেন প্যাট কামিন্স। যদিও এর আগে নিজেকে একটু ঝালাই করে নিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও অংশ নিতে যাচ্ছেন তিনি। যদিও ভারত সিরিজে তার মাঠে ফেরা নিয়ে শঙ্কা ছিল।
দ্য ওভালে অ্যাশেজের শেষ টেস্টে খেলার সময় চোটে পড়েছিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। টেস্টের প্রথম দিন কব্জিতে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ব্যান্ডেজ বেঁধে খেলেছিলেন ম্যাচের বাকি সময়টা।
মূলত এ কারণেই তাকে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল। সাধারণত এই ধরনের চোট সেরে উঠতে ছয় সপ্তাহের মতো সময় লাগে। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত বিশ্রামে থাকার কথা ছিল কামিন্সের।

সেই মাসেই সাউথ আফ্রিকার বিপক্ষে ৭ থেকে ১৭ অক্টোবরের মধ্যে পাঁচটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও রয়েছে। এই সফরে দলের সঙ্গে গেলেও কামিন্স খেলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে কামিন্স বলেন, 'খুব খারাপ নয় (চোটের অবস্থা)… সাউথ আফ্রিকা সফরে আমি হয়তো শেষ দিকে যাব, তবে সম্ভবত বিশ্বকাপের ঠিক আগে ওই ওয়ানডেগুলোতেই (ভারতে) সম্ভাবনা বেশি (খেলার)। আর কয়েক সপ্তাহ সময়েই আশা করি ঠিক হয়ে যাব।'
গত বছর ওয়ানডে অধিনায়ক হিসেবে অ্যারন ফিঞ্চের স্থলাভিষিক্ত হন কামিন্স। এরপর অস্ট্রেলিয়া ৬ ওয়ানডে খেললেও কামিন্স নেতৃত্ব দিতে পেরেছেন কেবল দুটি ম্যাচে। ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ ও ভারতের বিপক্ষে তিনটি ম্যাচে খেলতে পারেননি।
ইংল্যান্ডের বিপক্ষে এক ওয়ানডেতে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন জস হ্যাজেলউড। আর ভারতের বিপক্ষে সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব ছিলেন স্টিভ স্মিথ। কামিন্স জানিয়েছেন অ্যাশেজে যখন তিনি চোটে পড়েছিলেন তখন সেটা পেশির চোট মনে হলেও পরে দেখা যায় সেটি হাড়ের চোট। এ কারণেই দুশ্চিন্তা ভর করেছিল তার ওপর।
কামিন্স বলেন, '(ওভাল টেস্টের) প্রথম দিনে যখন চোট পেলাম, তখন খুব ব্যথা লেগেছে। পরে ব্যাটিংয়ের সময়ও লেগেছে বেশ। তবে তখনও মনে হয়নি যে বাজে কিছু এটা। পরে প্রতিদিনই একটু একটু করে ফুলে যেতে থাকল। তখন বুঝতে পারলাম, এই চোট পেশির নয়, বরং হাড়ের।'