promotional_ad

অবসর ভেঙে ফিরতে প্রস্তুত স্টোকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। চলতি বছরের অক্টোবরে বিশ্বকাপের এবারের আসর বসবে ভারতে। শিরোপা ধরে রাখতে অলরাউন্ডার বেন স্টোকসকে খুব করে প্রয়োজন ইংল্যান্ডের। তাই ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ ম্যাথু মট জানিয়েছিলেন স্টোকসকে ফেরাতে আলোচনায় বসবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক জস বাটলার।


ইংল্যান্ডের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে বাটলার চাইলে ওয়ানডেতে ফিরতে প্রস্তুত স্টোকস। যদিও স্টোকসের নিজস্ব কোনো মন্তব্য প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। বেশ কিছুদিন ধরেই হাঁটুর চোট নিয়ে ভুগছেন ইংল্যান্ডের এই টেস্ট অধিনায়ক।


promotional_ad

এই চোটের কারণে তার অস্ত্রোপচারও করাতে হতে পারে। ফলে বিশ্বকাপের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মৌসুম হাতছাড়া হতে পারে তার। এ কারণে তিনি হারাতে পারেন ১.৬ মিলিয়ন পাউন্ডের চুক্তি। স্টোকসকে না পেলে বড় ক্ষতির মুখে পড়বে চেন্নাই সুপার কিংস।


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

যদিও ইংল্যান্ডের বিশ্বকাপ ধরে রাখার মিশনে এই ঝুঁকি নিতে প্রস্তুত তিনি। যতদিন খেলেছেন ওয়ানডে দলে স্টোকসকে ব্যাট করতে দেখা গেছে মিডল অর্ডারে। বল হাতেও নিয়মিত অবদান রেখেছেন তিনি। টেস্টে নিয়মিতই এই ভূমিকায় দেখা যায় তাকে।


ফলে দলের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে না তার। ২০১৯ বিশ্বকাপ জয়েও স্টোকসের বড় অবদান রয়েছে। বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। তার এই ইনিংসের কল্যাণেই ম্যাচ টাই করতে পেরেছিল ইংল্যান্ড।


এরপর গত বছর তার ৫২ রানের অপরাজিত ইনিংসে ভড় করে মেলবোর্নে পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন। যদিও দলগুলো ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দলগুলো স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball