promotional_ad

প্রোটিয়াদের অস্ট্রেলিয়া সিরিজের দলে ব্রেভিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও

২০ ঘন্টা আগে
৭ উইকেট ন নেয়ার পথে রাকিবুল হাসান, বিসিবি

২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেই সবার নজর কেড়েছিলেন ডেওয়াল্ড ব্রেভিস। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) সুযোগ পেয়েছিলেন তিনি। এবার এই তরুণ ব্যাটারকে অস্ট্রেলিয়ার সিরিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে নিল ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)।


সোমবার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। এবারই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ব্রেভিস। তার সঙ্গে টি-টোয়েন্টি দলে আছেন আরও দুই আনক্যাপড ব্যাটার ডেনভ্যান ফেরেইরা ও ম্যাথিউ ব্রিটজকে। ট??-টোয়েন্টি না খেলা জেরাল্ড কয়েটজিকেও দলে নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।


যদিও এই পেসার এরই মধ্যে প্রোটিয়াদের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলে ফেলেছেন। টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ। তিনি গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর থেকেই মাঠের বাইরে ছিলেন। তিনি বাঁ পায়ের পেশির চোটে ভুগছিলেন।


promotional_ad

টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ওয়ানডে ও টেস্ট অধিনায়ক টেম্বা বাভুমাও। তিনিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর ২০ ওভারের ফরম্যাট থেকে বাদ পড়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে কুইন্টন ডি কক, হ্যাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, এনরিক নরকিয়া ও কাগিসো রাবাদাকে।


আরো পড়ুন

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড

৩ ঘন্টা আগে
বিরাট কোহলি ও জশ হ্যাজেলউড, আইপিএল

টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডে সিরিজে খেলবেন তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। সিরিজের বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে ডারবানে। ওয়ানডে সিরিজ শুরু হবে ১২ সেপ্টেম্বর থেকে। বাকি চার ম্যাচ যথাক্রমে ৯, ১২, ১৫ ও ১৭ সেপ্টেম্বর।


টি-টোয়েন্টি স্কোয়াড-


এইডেন মার্করাম (অধিনায়ক), টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, ডেনভ্যান ফ্যারেইরা, বিজর্ন ফরচুন, রিজা হ্যান্ডরিক্স, মার্কো জানসেন, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিদি, তাবরাইজ শামসি, টিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস ও রসি ভ্যান ডার ডাসেন।


ওয়ানডে স্কোয়াড-


টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুন, রিজা হ্যান্ডরিক্স, মার্কো জানসেন, হ্যান্ডরিখ ক্লাসেন, সিনান্দা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, তাবরাইজ শামসি, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও রসি ভ্যান ডার ডাসেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball