আরব আমিরাত সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন টিকনার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫১৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর আগেই স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্লেয়ার টিকনার। এই ফাস্ট বোলারের পরিবর্তে কিউই দলে ডাক পেয়েছেন জ্যাকব ডাফফি।
টিকনার এখন পর্যন্ত নিউজিল্যান্ডের জার্??িতে ১৮টি টি-টোয়েন্টি খেলে উইকেট নিয়েছেন ১৯টি। তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলছেন ৩৪টি, নিয়েছেন ৪৭টি উইকেট। ছিলেন আসন্ন সংযুক্ত আরব আমিরাত সিরিজেও। তবে সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন ২৯ বছর বয়সী এই পেসার। ফলে পরিবারকে সময় দিতে ছুটিতে যাচ্ছেন।

পরিবারের এমন সময়ে স্ত্রী ও কন্যার পাশে থাকা জরুরী। টিকনারের এমন চিন্তাকে সম্মান জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। দলের হেড কোচ গ্যারি স্টেডের মতে এটা একটা তাদের বিশেষ সময়। টিকনারের চিন্তাকে সমর্থন জানাতে পেরে আনন্দ প্রকাশ করেছেন এই কিউই কোচ।
স্টেড বলেন, 'আমাদের পরিবেশটি পারিবারিক, আমরা ব্লেয়ারের সঙ্গে কথা বলার পর আমরা তাকে বাড়িতে থাকার বিষয়টি সম্পূর্ণ সমর্থন করি। একটি সন্তানের জন্ম একটি বিশেষ সময় এবং আমরা ব্লেয়ারকে বাড়িতে থাকার জন্য সমর্থন করতে পেরে আনন্দিত৷।'
নিউজিল্যান্ড অবশ্য এই সিরিজে অনেকটা দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে। দলের নিয়মিত মুখ ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস এবং ইশ সোধি ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছিল তারা। সেখানে টিকনারের পরিবর্তে দলে নেয়া হয়েছে জ্যাকব ডাফফিকে।
কিউইদের হয়ে এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টি খেলা এই বোলারকে নিয়ে হেড কোচ বলেন, 'জ্যাকব এর আগেও ব্ল্যাকক্যাপসদের স্কোয়াডের অংশ ছিল। আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে ভালোভাবে মেলে ধরেছে। তার ভালো দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এবং আমরা তাকে দুবাইতে আমাদের স্কোয়াডে স্বাগত জানাতে উন্মুখ।'