ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলবেন শাহীন আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
১০ ফেব্রুয়ারি ২৫
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির গত আসরে খেলতে পারেননি পাকিস্তানের কোনো ক্রিকেটার। গত আসরে ফখর জামান, মোহাম্মদ হাসনাইনদের খেলার কথা ছিল। আজম খানকে দলেও নিয়েছিল ডেজার্ট ভাইপার্স। তবে তাদের খেলার অনুমতি দেয়া হয়নি শেষ পর্যন্ত।
আগামী আসরে পাকিস্তানের ক্রিকেটারদের পেতে আঁটঘাঁট বেধে নেমেছিল আইএল টি-টোয়েন্টির আয়োজকরা। বেশ কয়েকবারের বৈঠকের পর তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) রাজি করাতে পেরেছে পাকিস্তানের ক্রিকেটারদের অনুমতি দেয়ার।

এর প্রথম ধাপ হিসেবে তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ডেজার্ট ভাইপার্স। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' এ একটি পোস্টের মাধ্যমে আফ্রিদিকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা।
আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়
১৬ এপ্রিল ২৫
ইংলিশ ফুটবল লিগের (ইপিএল) দল ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় রয়েছে দ্য গ্লেজার্স ফ্যামিলি। তারাই আইএল টি-টোয়েন্টি দল ডেজার্ট ভাইপার্সের মালিকানায় রয়েছে। দলটি প্রথম আসরে ফাইনালে জায়গা করে নিলেও গালফ জায়ান্টসের বিপক্ষে হেরে রানার্স আপ হয়।
এবার তারা শিরোপা জয়ের লক্ষ্যেই নিজেদের দল গোছানো শুরু করেছে। ডেজার্ট ভাইপার্স এক ঝাঁক ক্রিকেটারকে আগামী আসরের জন্য রিটেইন করেছে। এর মধ্যে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যালেক্স হেলস, কলিন মুনরো ও দীনেশ চান্দিমালের মতো ক্রিকেটার।
আফ্রিদিকে দিয়েই আগামী আসরের জন্য নতুন সাইনিং শুরু করেছে ভাইপার্সরা। আইএল টি-টোয়েন্টির বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছে আইপিএলের দলগুলো। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স রয়েছে তাদের মালিকানায় রয়েছে যথাক্রমে এম আই এমিরেটস, দুবাই ক্যাপিটালস ও আবুধাবি নাইট রাইডার্স।