promotional_ad

ডেজার্ট ভাইপার্সের হয়ে খেলবেন শাহীন আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস

১০ ফেব্রুয়ারি ২৫
শিরোপা নিয়ে উল্লাস দুবাইয়ের, ফাইল ফটো

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির গত আসরে খেলতে পারেননি পাকিস্তানের কোনো ক্রিকেটার। গত আসরে ফখর জামান, মোহাম্মদ হাসনাইনদের খেলার কথা ছিল। আজম খানকে দলেও নিয়েছিল ডেজার্ট ভাইপার্স। তবে তাদের খেলার অনুমতি দেয়া হয়নি শেষ পর্যন্ত।


আগামী আসরে পাকিস্তানের ক্রিকেটারদের পেতে আঁটঘাঁট বেধে নেমেছিল আইএল টি-টোয়েন্টির আয়োজকরা। বেশ কয়েকবারের বৈঠকের পর তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) রাজি করাতে পেরেছে পাকিস্তানের ক্রিকেটারদের অনুমতি দেয়ার।


promotional_ad

এর প্রথম ধাপ হিসেবে তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছে ডেজার্ট ভাইপার্স। এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' এ একটি পোস্টের মাধ্যমে আফ্রিদিকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা। 


আরো পড়ুন

আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়

১৬ এপ্রিল ২৫
লাহোর কালান্দার্সের হয়ে বোলিংয়ে আবারও আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন

ইংলিশ ফুটবল লিগের (ইপিএল) দল ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানায় রয়েছে দ্য গ্লেজার্স ফ্যামিলি। তারাই আইএল টি-টোয়েন্টি দল ডেজার্ট ভাইপার্সের মালিকানায় রয়েছে। দলটি প্রথম আসরে ফাইনালে জায়গা করে নিলেও গালফ জায়ান্টসের বিপক্ষে হেরে রানার্স আপ হয়।


এবার তারা শিরোপা জয়ের লক্ষ্যেই নিজেদের দল গোছানো শুরু করেছে। ডেজার্ট ভাইপার্স এক ঝাঁক ক্রিকেটারকে আগামী আসরের জন্য রিটেইন করেছে। এর মধ্যে রয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যালেক্স হেলস, কলিন মুনরো ও দীনেশ চান্দিমালের মতো ক্রিকেটার।


আফ্রিদিকে দিয়েই আগামী আসরের জন্য নতুন সাইনিং শুরু করেছে ভাইপার্সরা। আইএল টি-টোয়েন্টির বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছে আইপিএলের দলগুলো। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও কলকাতা নাইট রাইডার্স রয়েছে তাদের মালিকানায় রয়েছে যথাক্রমে এম আই এমিরেটস, দুবাই ক্যাপিটালস ও আবুধাবি নাইট রাইডার্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball