সবাইকে দেখানো উচিত আমরা কতটা ভালো দল: সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে ‘উচ্ছ্বসিত’ সাকিব
১১ ঘন্টা আগে
তামিম ইকবাল সরে দাঁড়ানোর কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। যদিও এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল এখন অনুশীলনে ব্যস্ত।
যদিও দলের সঙ্গে নেই অধিনায়ক সাকিব। তিনি ব্যস্ত লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল)। তিনি এবার মাঠ মাতাচ্ছেন গল টাইটান্সের হয়ে। রবিবার তারা জাফনা কিংসের বিপক্ষে মাঠে নেমেছে। ম্যাচের সময় প্রেজেন্টারের সঙ্গে আলাপচারিতায় সাকিব জানিয়েছেন অধিনায়কত্ব তার জন্য নতুন কিছু নয়।

সাকিব এখন তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক। ২০২২ থেকেই টি-টোয়েন্টি ও টেস্টের অধিনায়কত্ব সামলাচ্ছেন তিনি। তার অধীনে টি-টোয়েন্টিতে বাংলাদেশের উন্নতির জায়গাটাও বেশ স্পষ্ট। সাকিব আশাবাদী বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।
খালেদের ছোবলের পর বৃষ্টি ও কেলির দাপট
২ ঘন্টা আগে
সাকিব বলেছেন, 'এটা আমার জন্য নতুন কিছু না। এটা আমাদের দলের জন্য একটা চ্যালেঞ্জ দেখানোর জন্য যে গত চার বছরে আমরা কতটা ভালো দল হয়ে উঠেছি। এটা আমাদের জন্য দারুণ সুযোগ এই বিশ্বকাপে ভালো করার। আমরা খুব ভালো দল, সাদা বলের ফরম্যাটে আমরা দারুণ খেলছি। সবাইকে দেখানো উচিত আমরা কতটা ভালো দল।'
২০১৯ বিশ্বকাপের পর থেকে ওয়ানডেতে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে বাংলাদেশ। ৪৫ ম্যাচে ২৭ জয়ের বিপরীতে হার ১৬টিতে। এবার সাকিবের লক্ষ্য থাকবে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা এশিয়া কাপ ও বিশ্বকাপে ধরে রাখা।
আইসিসির ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ তিন নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ২৪ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ১৫টিতেই। হার মাত্র ৮টিতে। পয়েন্ট টেবিলে বাংলাদেশের পেছনে ছিল অস্ট্রেলিয়া, ভারত ও সাউথ আফ্রিকার মতো দল।
আগামী ৩০ আগস্ট থেকে পর্দা উঠছে এশিয়া কাপের। এরপর আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। এলপিএল শেষেই সাকিব যোগ দেবেন দলের সঙ্গে। এরপর এশিয়া কাপ খেলতে আবারও শ্রীলঙ্কাতে পা রাখবেন এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগে সাকিবের অধীনে নিউজিল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে একটি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের।