promotional_ad

নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিন কয়েক আগেই বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন সাকিব আল হাসান। তার অধীনেই আসন্ন এশিয়া কাপ, ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। আর ওয়ানডের নেতৃত্ব ফের কাঁধে ওঠায় এতে নতুনত্বের কিছু দেখছেন না বাংলাদেশের এই অলরাউন্ডার। 


সাকিবের নেতৃত্বে দেশের মাঠে ২০১১ বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। ওই বছরের অগাস্টে জিম্বাবুয়ে সফরের পর তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সময়ে পেরিয়ে গেলেও ওয়ানডের নেতৃত্ব ওঠেনি তার কাঁধে। তবে এর মাঝে পেয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব।


promotional_ad

সাকিব অবশ্য ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। এবার ৩৬ বছর বয়সে পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব। তার অধীনে ৫০ ওয়ানডেতে ২৩টি জয় পেয়েছে বাংলাদেশ। এবার বিশ্বকাপ ও এশিয়া কাপে বাংলাদেশকে বড় কিছু দেয়ার লক্ষ্যেই মাঠে নামবেন সাকিব।


লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন অধিনায়কত্ব নিয়ে সাকিব বলেন, 'নেতৃত্ব আমার কাছে নতুন কিছু নয়, দলের জন্য এটা একটা চ্যালেঞ্জ। গত চার বছরে আমরা কতটা ভালো দল হয়ে উঠেছি।'


'এটা আমাদের জন্য দারুণ সুযোগ এই বিশ্বকাপে ভালো করার। আমরা খুব ভালো দল, সাদা বলের ফরম্যাটে আমরা দারুণ খেলছি। সবাইকে দেখানো উচিত আমরা কতটা ভালো দল' আরও যোগ করেন তিনি।


এদিকে লঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাটিংয়ে এখনও আশানুরূপ পারফর্ম করেননি সাকিব। তবে বোলিংয়ে সফলতা এসেছে। যদিও সাকিব বলছেন, ব্যাটিংয়ে যথেষ্ট সুযোগ আসেনি বলে মনে করছেন তিনি।


সাকিব বলেন, 'আমার বোলিংটা বেশ ভালো হচ্ছে। তবে ব্যাটিংয়ে এখনও বড় রান পাইনি। তাছাড়া তেমন সুযোগও মেলিনি। যখন সুযোগ পাব আশা করি বড় ইনিংস উপহার দিতে পারব।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball