‘আইপিএলে ভালো খেলা মানেই বিশ্বকাপ জেতা নয়’

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘শিরোপা জিততে চাইলে বেঙ্গালুরুকে সেরা দুইয়ে থাকতে হবে’
৩ মে ২৫
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ‘মহারাজা’ হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফ্র্যাঞ্চাইজি লিগদের মাঝে সবচেয়ে বেশি রাজত্ব চলছে ভারতের এই টুর্নামেন্টের। যেখানে বিদেশি তারকাদের মতো দাপট দেখান ভারতীয়রাও। তবুও বিশ্ব আসরে ভালো করতে পারছে না ভারত। আইপিএলে ভালো খেললেও ভারত বিশ্বকাপ জিততে পারে এমন ধারণা থেকে সবাইকে বেরিয়ে আসতে বলছেন আকাশ চোপড়া।
কদিন পরই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। যেখানে জসপ্রিত বুমরাহর অধীনে ১৮ আগষ্ট খেলতে নামবে সফরকারীরা। আইরিশদের বিপক্ষে রাখা হয়নি ইশান কিশান কিংবা শুভমান গিলের মতো ক্রিকেটারদের। আইপিএল মাতানো রিংকু সিং, জিতেশ শর্মারা সুযোগ পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে।

এদিকে ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে যাওয়ার আগে মাত্র ১৪টি টি-টোয়েন্টি খেলবে ভারত। তবুও ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও রোটেশন কিংবা ক্রিকেটারদের বিশ্রাম দিতে শুরু করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যা নিয়ে চটেছেন আকাশ চোপড়া।
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
ভারতের সাবেক এই ব্যাটার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা ওয়ানডেতে পরীক্ষা-নিরীক্ষা করেছি এবং আমরা এখন টি-টোয়েন্টিকেও গুরুত্ব সহকারে নিচ্ছি না। আমি বলছি সেটা কেন। ইশান কিশান এবং শুভমান গিল আয়ারল্যান্ডে যাচ্ছে না। আমি এটা বুঝি যে মানুষের বিরতি লাগে কিন্তু পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত আমাদের হাতে মাত্র ১৪টি টি-টোয়েন্টি আছে।’
বিরাট কোহলি, রোহিত শর্মা, বুমরাহরা আইপিএলে ভালো করলেও ভারতকে আইসিসির শিরোপা এনে দিতে পারছেন না। ২০১৩ সালের পর থেকে আইসিসির কোন শিরোপা জিততে পারেনি ভারত। টি-টোয়েন্টির ট্রফি জিতে পারছে না আরও আগে থেকে।
সবশেষ ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। যা আইপিএল শুরুর আগে। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলের পর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা হয়নি তাদের। তাই তো সবাইকে আকাশ চোপড়া মনে করিয়ে দিয়েছেন আইপিএলে ভালো খেললেই ভারত বিশ্বকাপে জিতে না।
আকাশ চোপড়া বলেন, ‘আইপিএল নিয়ে ভেবো না কারণ সবাই আইপিএল খেলে এবং সেখানে ভালোও করে। তার মানে এই না আমরা বিশ্বকাপ জিতছি। এমনকি আমরা জিতিনি। আমরা একবারই বিশ্বকাপ জিতেছি যখন এখানে আইপিএল ছিল না। সুতরাং আপনাকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা প্রয়োজন।’