promotional_ad

ভারতকে সমতায় ফেরালেন জায়সাওয়াল-গিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

২০ ঘন্টা আগে
আইসিসি

ওয়েস্ট ইন্ডিজের পুঁজি একেবারেই কম ছিল না। সিরিজ জেতার মতো সংগ্রহই করেছিল রভম্যান পাওয়েলের দল। যদিও ইয়াশভি জায়সাওয়াল এবং শুভমান গিলের ব্যাটে ১৭৯ রানের বড় লক্ষ্যও তিন ওভার হাতে রেখে অতিক্রম করে ভারত। আর ৯ উইকেটে পাওয়া এই জয়ে সিরিজে ২-২ ব্যবধানে সমতাও ফিরিয়েছে হার্দিক পান্ডিয়ার ভারত।


টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৮ রান তোলে ক্যারিবীয়রা। জবাবে ভারত লক্ষ্যে পৌঁছায় ১৭ ওভারে। উদ্বোধনী জুটিতেই ১৬৫ রান তোলে সফরকারীরা। মাত্র ১৫.৩ ওভারে গড়া তাদের এই জুটিতে ছন্নছাড়া হয়ে যায় ক্যারিবিয়ানরা।


প্রথম ছয় ওভারেই ভারত স্কোরবোর্ডে তোলে ৬৬ রান। এর মধ্যে সাতটি চার আর তিনটি ছক্কা হাঁকান জায়সাওয়াল। তারপর গিলও হাত খোলা শুরু করেন। ইনিংসের ১১তম ওভারে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পান দুজন।


promotional_ad

গিল ৩০ এবং জায়সাওয়াল ৩৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। দুজনের এই বিধ্বংসী জুটি ভাঙে রোমারিও শেফার্ডের বলে। মিড উইকেটে শাই হোপকে ক্যাচ তুলে দেন গিল। ৪৭ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় ৭৭ রান করে থামেন তিনি।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

২১ ঘন্টা আগে
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

গিল ফিরে যাওয়ার পর তিলক ভার্মাকে নিয়ে বাকি পথটুকু পাড়ি দেন জায়সাওয়াল। বাঁহাতি এ ওপেনার অপরাজিত ছিলেন ৫১ বলে ১১টি চার ও তিনটি ছক্কায় ৮৪ রান করে। দল জিতিয়ে ম্যাচসেরার স্বীকৃতিও পান তিনি।


যুক্তরাষ্ট্রের লডারহিলে এর আগে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেই ভালো ছিল না। সাত ওভারে ৫৭ রান তুলতেই চার উইকেট হারায় দলটি। পঞ্চম উইকেটে শিমরন হেটমায়ারকে সাথে নিয়ে ৪৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন হোপ।


২৯ বলে ৪৫ রানের দারুণ এক ইনিংস খেলে যুবেন্দ্র চাহালের বলে ফিরে যান হোপ। ক্যারিবীয়দের ইনিংসের বাকিটা এগিয়ে নেন হেটমায়ার। একদম শেষ ওভারে ফেরার আগে ৩৯ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৬১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি।


শেষদিকে ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন ওডেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট তুলে নেন আর্শদিপ সিং। দুটি উইকেট নেন কুলদিপ যাদব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball