‘ভবিষ্যত’ পরিকল্পনায় না থাকায় এশিয়া কাপে নেই মাহমুদউল্লাহ
ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ
১৬ এপ্রিল ২৫
সবশেষ তিন সিরিজে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এশিয়া কাপের আগে ফিটনেস ক্যাম্পে থাকায় খানিকটা আশা জেগেছিল দলে সুযোগ পাওয়ার। তবে শেষ পর্যন্ত দলে ফেরা হয়নি অভিজ্ঞ এই অলরাউন্ডারের। টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের পরিকল্পনায় না থাকায় এশিয়া কাপের বাংলাদেশ দলে ডাক পাননি মাহমুদউল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন মিনহাজুল আবেদিন নান্নু।
বাংলাদেশের হয়ে সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন মাহমুদউল্লাহ। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে করেছেন ৩১, ৩২ এবং ৮ রান। যেখানে সবচেয়ে বড় সমস্যা ছিল ডানহাতি এই ব্যাটারের স্ট্রাইক রেট। সাতে ব্যাটিং করে প্রত্যাশিত স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি মাহমুদউল্লাহ।

শুধু ইংল্যান্ড সিরিজেই নয় তার খেলা সবশেষ কয়েকটা সিরিজে দ্রুত রান তুলতে পারেননি তিনি। এরপর বিশ্রামের আদলে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ থেকে বাদ দেয়া হয় তাকে। সুযোগ মেলেনি আয়ারল্যান্ড সফর কিংবা আফগানিস্তান সিরিজেও। তাতে ওয়ানডে দলের পরিকল্পনায় যে মাহমুদউল্লাহ ছিলেন না সেটা পরিস্কারই ছিল না। এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে ফিটনেস ক্যাম্পে মাহমুদউল্লাহ থাকায় লাটাই ঘুরতে থাকে ক্রমশই।
বাংলাদেশে এমন গতিময় উইকেট আগে দেখেননি জিম্বাবুয়ের কোচ
৫ ঘন্টা আগে
ইয়ো ইয়ো টেস্টে আদর্শমান ১৮.৫ ধরা হলেও তিনি পেয়েছিলেন ১৭। সব মিলিয়ে বয়স ও পারফরম্যান্সের বিচারে ভবিষ্যতের কথা ভেবেই মাহমুদউল্লাহকে রিয়াদকে রাখা হয়নি বলে জানিয়েছেন নির্বাচকরা। তাকে বাদ দেয়ার আগে অবশ্য টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়কের সঙ্গে লম্বা আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন নান্নু।
এ প্রসঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহকে নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপর টিম ম্যানেজমেন্ট আমাদের একটা পরিকল্পনা দিয়েছে। সামনে কোন দেশের সঙ্গে কীভাবে খেলা হবে এসব নিয়ে। ম্যানেজমেন্টের সঙ্গে এবং অধিনায়কের সঙ্গে কথা বলা হয়েছে, তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে আলোচনায় ছিলেন সৌম্য সরকারও। ধারণা করা হচ্ছিল চান্দিকা হাথুরুসিংহের চাওয়াতে এশিয়া কাপে সুযোগ পেতে পারেন বাঁহাতি এই ওপেনার। তবে শেষ পর্যন্ত সুযোগ পাওয়া হয়নি সৌম্যর। নান্নু নিশ্চিত করেছেন সৌম্য এশিয়া কাপের আলোচনাতেই ছিলেন না এবং তাকে নিয়ে আলোচনাও হয়নি।
নান্নু বলেন, ‘সৌম্য সরকারের আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা আছে। এটা আমরা জানি। এজন্য ইমার্জিং কাপে তাকে দেখেছিলাম। কারণ ঘরোয়া ক্রিকেটটা তার যথেষ্ট খারাপ গিয়েছিল। এজন্য দেখেছি (ইমার্জিং কাপ দিয়ে) ফিরে আসতে পারে কি না। কিন্তু এশিয়া কাপের ব্যাপারে ওকে নিয়ে আমরা কোনো আলোচনাই করিনি।’