promotional_ad

বাংলাদেশ সিরিজে ফিরতে চাওয়া উইলিয়ামসনের কাছে তাড়াহুড়ো

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

১৮ এপ্রিল ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

অনুশীলনে ফিরেছেন কদিন আগেই, ব্যাটিং করতে দেখা গেছে কেন উইলিয়ামসনকে। তবে পুরোপুরি সুস্থ হয়ে কবে নাগাদ মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন সেটার নিশ্চয়তা নেই। বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থাকলেও সেখানে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিলেন তিনি। বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটার নিশ্চয়তাও দিতে পারছেন না উইলিয়ামসন।


আইপিএলের এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে গুজরাট টাইটান্সে ‍যোগ দিয়েছিলেন উইলিয়ামসন। উদ্বোধনী ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়ার পর পুরো ‍টুর্নামেন্ট থেকেই ছিটকে যান নিউজিল্যান্ডের অভিজ্ঞ এই ক্রিকেটার। লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছুঁড়ি কাচির নিচে যেতে হয়েছিল তাকে। অস্ত্রোপচার শেষে ক্রিকেটে ফেরার জন্য পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেন উইলিয়ামসন।


promotional_ad

কদিন আগে ডগস্টিকের মাধ্যমে কয়েকটি বল ছুঁড়ে ব্যাটিং অনুশীলন করেছেন। তবে এখনও মাঠের ক্রিকেটে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসবে নিউজিল্যান্ড। তবে সেখানে নিজের খেলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন উইলিয়ামসন। বরং আপাতত সেরে ওঠায় মনোযোগ নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের।


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটার বলেন, ‘বিষয়টি জটিল- শুরু করতে হবে ছোট ছোট লক্ষ‍্য ঠিক করে। সেরে ওঠার ওপরও অনেক কিছু নির্ভর করছে। স্ট্রেংথ নিয়ে, মুভমেন্ট নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে কাজ করা যায় কিন্তু সবার আগে সেরে উঠতে হবে। সেই সময় আসার আগে অনেক কিছুরই পর্যবেক্ষণ করতে হবে। সবকিছু বিবেচনায় তাই সিরিজটি (বাংলাদেশের বিপক্ষে) বেশ তাড়াহুড়া হয়ে যায়।’


অক্টোবরে ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের এবারের আসর। সবশেষ বিশ্বকাপের তার অধীনে ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। উইলিয়ামসনকে পেতে বেশ আশাবাদী দেশটির ক্রিকেট বোর্ড। যদিও তারকা এই ক্রিকেটার নিশ্চয়তা দিয়ে কিছু বলতে পারছেন না। তবে বিশ্বকাপ ভাবনায় থাকাকে অনুপ্রেরণা হিসেবে মানছেন তিনি।


উইলিয়ামসন বলেন, ‘বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ কিছু। মাঠে ফিরতে পারব কবে, এই মুহূর্তে এটা নিয়ে কিছু বললে কেবল অনুমান করা হবে। এখনও অনেক কাজ করতে হবে। ফিজিও, নিউ জিল্যান্ড ক্রিকেট ও সাপোর্ট স্টাফের সঙ্গে আমি স্রেফ প্রোগ্রাম অনুসরণ করছি।’


‘এটি কঠিন, কারণ কোনো দিন বেশ ভালো যায়, কোনো দিন আবার একটু ভিন্ন। তখন (চোটে পড়ার পর) সম্ভাবনা ক্ষীণ ছিল, এখনও এটা কঠিন লক্ষ্য। বিশ্বকাপের ভাবনা থাকা অবশ্যই অনুপ্রেরণাদায়ক এবং আপনি (সেরে ওঠার পথে) উন্নতি দেখতে চাইবেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball