promotional_ad

সিপিএলে সেন্ট কিটসের হয়ে খেলবেন রাইডু

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

১৪ আগস্ট শুরু সিপিএল

১১ জানুয়ারি ২৫
সিপিএল শুরু হবে ১৪ আগস্ট, ফাইল ফটো

নিয়মের বেড়াজালে পড়ে কদিন আগে মেজর লিগ ক্রিকেট (এমএলএস) থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন আম্বাতি রাইডু। যুক্তরাষ্ট্রে না খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। মার্কি ক্রিকেটার হিসেবে সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টসের হয়ে সিপিএল মাতাবেন তিনি।


চলতি বছর নিজেদের পঞ্চম আইপিএল শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনির দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রাইডু। ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে দারুণ এক ক্যামিওতে চেন্নাইয়ের জয় নিশ্চিত করেন অভিজ্ঞ এই ক্রিকেটার।


promotional_ad

এর আগে মেজর লিগ ক্রিকেটে রাইডুকে সরাসরি সাইন করেছিল টেক্সাস সুপার কিংস। তবে টুর্নামেন্ট শুরুর ৫ দিন আগে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নিয়মের বেড়াজালে পড়ে নিজেকে সরিয়ে নেন তিনি। বিসিসিআই জানিয়েছিল অবসর নেয়ার পর অন্তত এক বছর পর থেকে বিদেশি লিগে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।


এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও সিপিএলে চুক্তিবদ্ধ হয়েছেন রাইডু। সে যদি অনুমতি পায় তাহলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সিপিএলে যোগ দেবেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে ২০২০ সালে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন লেগ স্পিনার প্রবীন তাম্বে। এ ছাড়া আরও দুজন ভারতীয় ক্রিকেটার সিপিএল খেলেছেন।


যদিও সানি সোহাল এবং স্মিত প্যাটেল যুক্তরাষ্ট্রের ক্রিকেটার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের এই টুর্নামেন্ট মাতিয়েছেন। ছেলেদের মতো মেয়েদের সিপিএলেও দেখা যাবে ভারতীয় ক্রিকেটার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন শ্রেয়াঙ্কা পাতিল।


ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এর আগে খেলার অভিজ্ঞতা আছে রাইডুর। ২০০২-০৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের ৫০ ওভারের কারিব বিয়ার কাপে খেলেছিলেন তিনি। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ‘বি’ এবং ভারত ‘এ’ বেশ কয়েকটি দ্বীপের সঙ্গে খেলেছে। সেসময় ৬ ম্যাচে ২৮৯ রান করার পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়েছিলেন রাইডু।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball