সাকিবের চেয়ে সিরিয়াস কেউ নেই: পাপন

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
১৬ এপ্রিল ২৫
টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল বরাবরই। গণমাধ্যমে একবার নাজমুল হাসান পাপন বলেছিলেন সাকিবকে কখন পাওয়া যাবে, নিশ্চিত থাকতে পারেন না তারাও। বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডারকে নিয়ে অবশ্য এমন সন্দেহ কেটে গেছে পাপনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি মনে করেন এখন সাকিবের চেয়ে সিরিয়াস কেউ নেই।
সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর থেকে একেবারেই বদলে গেছেন সাকিব। অনিশ্চয়তা কাটিয়ে এখন নিয়মিতই টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন তিনি। শুধু টেস্ট নয় ক্রিকেটের অন্য দুই সংস্করণ নিয়েও আগের তুলনায় বেশি সিরিয়াস অভিজ্ঞ এই অলরাউন্ডার।

সবশেষ এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। তারপর থেকে বদলে যেতে শুরু করেছে ২০ ওভারের ক্রিকেটের চিত্র। বিশ্বকাপে উন্নতি দেখানোর পর ঘরের মাঠে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে সাকিবের দল। ব্যাটে-বলে পারফরম্যান্স করার সঙ্গে মাঠেও আগের তুলনায় মাঠে বেশি জড়িত থাকেন তিনি।
টেস্ট ও টি-টোয়েন্টির পর বাংলাদেশের ওয়ানডে দলের নেতৃত্ব পেয়েছেন সাকিব। এদিকে মাঠের ক্রিকেটের মতো মাঠের বাইরের ঘটনা নিয়ে প্রতিনিয়ত আলোচনায় থেকেছেন তিনি। কখনও ড্রেসিং রুমে অশ্লীল ভঙ্গি দেখিয়ে, বিজ্ঞাপনে বেশি সময় দিয়ে আবার কখনও ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে।
যে কারণে প্রায়শই ক্রিকেটের প্রতি সাকিবের নিবেদন নিয়ে প্রশ্ন উঠতো। পাপন মনে করেন, অনেকটা বদলে গেছেন সাকিব। সবশেষ এক বছরে সাকিবের চেয়ে সিরিয়াস কাউকে দেখেনি বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। সেই সঙ্গে অভিজ্ঞ এই অলরাউন্ডারের সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ দেখছেন না তিনি।
পাপন বলেন, ‘ওর পটেনশিয়াল নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা জিনিস খুব ভালো লাগছে আমার, সাম্প্রতিক সময়ে... গত এক বছর ধরে দেখছি... সেটা হচ্ছে, সাকিবের ব্যাপারে আমার যে সন্দেহ ছিল, এটা আমার ব্যক্তিগত কথা, ও কতটা সিরিয়াস, কোন খেলাটা খেলবে কিংবা খেলবে না… এখন দেখছি ওর চেয়ে সিরিয়াস কেউ নেই, ক্রিকেট নিয়ে।’
‘আমাদের যে পরিমাণ খেলা, সেগুলো তো খেলছেই, নিয়মিত খেলে যাচ্ছে। কানাডায় গেল, এখন আবার শ্রীলঙ্কায় গেল। এই যে এখন বিশ্বকাপে অধিনায়কত্বের দায়িত্ব, আমার কাছে মনে হয়, সে এখন টোটালি ফোকাসড অন ক্রিকেট। এটা আমাদের জন্য খুব বড় বিষয়। ওর সামর্থ্য ও সম্ভাবনা নিয়ে কখনও কারও সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না।’