promotional_ad

১১ বছর পরও ভারতীয় দলে যুবরাজ শূন্যতা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

২১ ঘন্টা আগে
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

ব্যাট হাতে মিডল অর্ডারে দুর্দান্ত একজন ক্রিকেটার, একাই বদলাতে পারেন ম্যাচের চিত্র। ২০১১ বিশ্বকাপে ভারতের হয়ে সেই কাজটাই করেছিলেন যুবরাজ সিং। অবশ্য পরের বছর ২০১২ সালেই রঙিন পোশাক থেকে অবসর নিয়েছিলেন তিনি। ১১ বছর পেরিয়ে গেলেও দলে এখনও তার মত কেউ আসেনি, এমনটাই মনে করছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। 


ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় পেয়েছে ভারত। তবুও বিশ্বকাপের দল নিয়ে শঙ্কা কাটেনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার। তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডার। লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়াররা রয়েছেন ইনজুরিতে। সেখানে ব্যর্থ হচ্ছেন সূর্যকুমার যাদবরা।   


promotional_ad

অথচ এই মিডল অর্ডারেই একসময় ত্রাতার ভূমিকায় দেখা যেত যুবরাজকে। ২০১১ বিশ্বকাপে ৩৬২ রানের পাশাপাশি ১৫ উইকেট নিয়ে ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই অলরাউন্ডার। চলতি বছর ঘরের মাঠে আরেকটি বিশ্বকাপ খেলবে ভারত। এবারের বিশ্ব আসরের আগে সেই যুবরাজকেই মনে পড়ছে রোহিত শর্মার।


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

তিনি মনে করেন যুবরাজের পর ৪ নম্বরে আর কেউই থিতু হতে পারেননি। এই জায়গায় আশা দেখাচ্ছেন শ্রেয়াস আইয়ার। যদিও চোটের কারণে তিনিও এই জায়গায় নিয়মিত হতে পারেননি। ফলে এই জায়গা নিয়ে যেন দুর্ভাবনা কাটছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের।


যুবরাজের শূন্যতায় কথা জানিয়ে রোহিত বলেছেন, 'দেখুন, চার নম্বর পজিশন দীর্ঘদিন ধরে আমাদের জন্য একটি সমস্যা। যুবির (যুবরাজ সিং) পরে কেউ এসে এখানে থিতু হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরে, শ্রেয়াস আসলে এখানে ব্যাটিং করেছে এবং ভালো করেছে। তার পরিসংখানও বেশ ভালো।' 


দীর্ঘদিন ধরেই পিঠের চোটের কারণে মাঠের বাইরে আইয়ার। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরেও খেলতে পারেননি তিনি। চার নম্বরে ভারতের হয়ে অনিয়মিতভাবে ব্যাটিং করেছেন ঋষভ পান্তও। তিনিও গাড়ি দূর্ঘটনার পর মাঠের বাইরে আছেন। ফলে মিডল অর্ডারে ভারতের সেই শূন্যতা রয়েই গেছে।


আক্ষেপের সুরে রোহিত বলেছেন, 'দুর্ভাগ্যবশত, ইনজুরি তাকে (শ্রেয়াস) ভোগাচ্ছে। সে লম্বা সময় ধরেই মাঠের বাইরে এবং গত চার থেকে পাঁচ বছর ধরে এটাই হয়ে চলেছে (ক্রিকেটারদের চোট)। এদের মধ্যে অনেকেই এসে ইনজুরিতে পড়েছেন। আপনি প্রায়ই এই পজিশনে একজন নতুন মুখ খেলতে দেখবেন। কেউই এই জায়গায় স্থির হতে পারেনি। এরপর দেখবেন, যখন অন্য কেউ ফিট হয় সে এসে আবার এই জায়গাটা নিয়ে নিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball