promotional_ad

বাটলারকে ‘কাঁপিয়ে’ দিয়ে ইংল্যান্ড দলে ডাক পাচ্ছেন অ্যাটকিনসন

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রিয় বন্ধু বাটলারের জন্য আইপিএলের নিয়ম বদলে ফেলতেন স্যামসন

১২ মার্চ ২৫
জস বাটলার ও সাঞ্জু স্যামসন

বিশ্বকাপের আগে নিয়মিত ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড। চোটের কারণে লম্বা সময় ধরে নেই ওলি স্টোন, জফরা আর্চারের মতো ক্রিকেটাররাও। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো ডাক পেতে যাচ্ছেন গাস অ্যাটকিনসন।


৯ আগষ্ট রাতে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন ডানহাতি এই পেসার। জস বাটলারের বিপক্ষে ঘণ্টায় ১৫৩ কিলোমিটার গতিতে বোলিং করতে দেখা গেছে অ্যাটকিনসনকে। ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে খেলা থাকায় এদিন প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে বাটলারকে বোলিং করেছেন তিনি।


promotional_ad

শুরুর দিকে অ্যাটকিনসনকে স্কুপ করে ছক্কা মেরেছেন বাটলার। তবে পরবর্তীতে ২৫ বছর বয়সি এই পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরতে হয়েছে ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়ককে। বেশ কয়েকবার বাটলারকে ঘণ্টায় ৯৪ মাইলে বোলিং করে বিট করেছেন। অফ কাটারেও তাকে দুবার বিট করেছেন অ্যাটকিনসন। যদিও সেগুলো বাউন্সারে।

ম্যানচেস্টারকে ৯২ রানে অল আউট করার দিনে ১৯ বলে ২৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন অ্যাটকিনসন। ম্যাচের পর ওভাল ইনভিন্সিবলের বোলিং কোচ আজহার মাহমুদের সঙ্গে অনেকক্ষণ কথা বলতে দেখা যায় বাটলারকে। সবশেষ দুই বছরে সারেতেও অ্যাটকিনসনের সঙ্গে কাজ করেছেন সাবেক এই ক্রিকেটার। এমনকি ইসলামাবাদ ইউনাইটেড ও ডেজার্ট ভাইপারসের জার্সিতেও তার সঙ্গে কাজ করেছেন।


এবারের মৌসুমে নিয়মিতই দারুণ গতিতে বোলিং করেছেন অ্যাটকিনসন। নেটে ব্যাটিং করার সময় চোটে পড়েন উইল জ্যাকস। দ্যা হান্ড্রেডে এখন পর্যন্ত তিন ম্যাচে ৫৪ বল করে ৭২ রানে ৬ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ব্লাস্টেও ভালো করেছেন ডানহাতি এই পেসার। ২৯.১৫ গড়ে নিয়েছেন ১৩ উইকেট। এমন পারফরম্যান্সের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দেখা যেতে পারে তাকে।


কিউইদের বিপক্ষে দেখা না গেলেও ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পেতে পারেন অ্যাটকিনসনকে। বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে তাকে নিয়মিতই দেথা যেতে পারে বলে জানিয়েছে ক্রিকইনফো। আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball