সেমি ফাইনালিস্টের তালিকায় পাকিস্তানকেও রাখলেন শেবাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপের সূচি নিয়ে জটিলতা কেটে গেছে। বুধবার ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের পরিবর্তিত সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফলে বিশ্বকাপের দামামা বাজা শুধু হয়ে গেছে।
এরই মধ্যে অনেক সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকরা বিশ্বকাপ নিয়ে বিভিন্ন ভবিষ্যদ্বাণী শুরু করেছেন। এবার সে তালিকায় নাম লেখালেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। ভারতের সঙ্গে তিনি সেমিফাইনালের যোগ্য মনে করছেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও।

সেই সঙ্গে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকেও সেমি ফাইনালের যোগ্য দাবিদার বলে মনে করেন সাবেক এই ব্যাটার। মূলত ব্যাটিংয়ের ধরনের কারণেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখছেন শেবাগ। তারা উপমহাদেশের মাটিতেও ভয়ঙ্কর হতে পারে বলে বিশ্বাস সাবেক এই ওপেনারের।
‘সুপার ফ্লপ রোহিতের অবসরের সময় হয়ে গেছে’
১৮ এপ্রিল ২৫
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'যদি আমি চারটি দল বেছে নেই তাহলে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তান থাকবে। এখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া অবশ্যই থাকবে।'
শেবাগ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের এগিয়ে থাকার কারণ ব্যাখ্যা করে বলেছেন, 'কারণ তারা যে ধরনের ক্রিকেট খেলছে, তারা কোনো প্রচলিত শট খেলে না শুধু অপ্রচলিত শটেই নির্ভর করে। এই দুই দলই এটাতে ভালো। সেই সঙ্গে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এমন দুটি দল যারা উপমহাদেশেও দারুণ ক্রিকেট খেলে।'
২০১১ সালের পর এবারই প্রথম উপমহাদেশে বসতে চলেছে কোনো বিশ্ব আসর। এই দীর্ঘ সময়ে ভারতও আইসিসির বিশ্বকাপের কোনো শিরোপা জিততে পারেননি। ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে সেমি ফাইনাল খেললেও ফাইনালে উঠতে ব্যর্থ হয় দলটি। এবার ঘরের মাঠে সেই অপূর্ণতা ঘুচাতে চাইবে তারা।