ফাহিমকে হার্দিক হতে বললেন আকমল
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আবারও ব্যাটিং ব্যর্থতা, পাকিস্তানের সিরিজ হার
২ এপ্রিল ২৫
পাকিস্তানের এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা হয়েছে বুধবার। দলে সুযোগ পেয়েছেন ফাহিম আশরাফ। মূলত পাকিস্তান দলে যে অলরাউন্ডাররা আছেন সবাই স্পিন বোলিং অলরাউন্ডার। একজন পেস বোলিং অলরাউন্ডারের শূন্যতা পূরণ করতেই ফাহিমকে দলে নিয়েছে ইনজামাম উল হকের নির্বাচক প্যানেল।
যদিও ব্যাটে-বলে পারফর্ম করতে তাকে হার্দিক পান্ডিয়াকে অনুসরণের পরামর্শ দিয়েছেন কামরান আকমল। ফাহিম সর্বশেষ পাকিস্তানের হয়ে ওয়ানডেতে খেলেছেন ২০২১ সালে। সাম্প্রতিক সময়ে আহামরি পারফরম্যান্স না করেও এশিয়া কাপের দলে জায়গা পাওয়ায় ফাহিমকে নিয়ে কানাঘুষা তৈরি হয়েছে।

দীর্ঘদিন পর দলে ফেরা এই অলরাউন্ডারকে আকমল পরামর্শ দিয়ে বলেছেন, 'হার্দিক পান্ডিয়াকে ছাড়া ভারতের সাদা বলের দল কখনও পূর্ণ হয় না। প্রতিবারই ভারতের সাদা বলের দলে জায়গা পায় সে। আপনি তার পরিসংখ্যানের দিকে দেখুন, সে ব্যাটে-বলে ভারতকে অনেক ম্যাচে জিতিয়েছে। এখন সময় ফাহিম আশরাফেরও তার মতো পারফর্ম করার।'
ফাহিম যেন এই সুযোগ হেলায় না হারান সেই পরামর্শ দিয়েছেন ফাহিম। এমনকি পাকিস্তানের সীমিত ওভারের দলে এই অলরাউন্ডার নিজের জায়গা পাকা করবেন বলে আশাবাদী আকমল। দলে ফিরলেও তাকে অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যেতে হবে বলে মনে করেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
তিনি বলেন, 'অনেকদিন হয়ে গেছে (অভিষেকের) এখন তাকে পরিপক্বতা দেখাতে হবে। আমি চাই ফাহিম আশরাফ পাকিস্তানের সীমিত ওভারের দলে থাকুক। তার নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তাকে সেই দায়িত্ব নিতে হবে।'
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ৩১ ওয়ানডে খেলে ২৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২১৮ রান করেছেন তিনি। সর্বশেষ পিএসএলে ১০ ইনিংসে ব্যাট করে মাত্র ২১৫ রান করেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৮টি উইকেট। এ ছাড়া সদ্য সমাপ্ত গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে গিয়ে তিন ইনিংসে ব্যাট করে ২১ রান করতে পেরেছেন তিনি। এমন পারফরম্যান্সের পরও টিম ম্যানেজমেন্ট তার ওপর ভরসা রেখেছে। আকমল মনে করেন তাদের আস্থার প্রতিদান দেয়া উচিত ফাহিমের।
সাবেক এই উইকেটরক্ষক বলেন, 'এটা তার জন্য বড় ব্যাপার যে টিম ম্যানেজমেন্ট, কোচ, বাবর এবং এমনকি ইনজামাম ভাই তার ওপর ভরসা রেখেছে। অতীতে তার কোনো মনে রাখার মতো পারফরম্যান্স নেই। এমনকি ঘরোয়া ক্রিকেট ও পিএসএলেও পারফর্ম করতে পারেনি। তারপরও তারা যে আত্মবিশ্বাস রেখেছে এবং এখন সময় তার প্রতি সুবিচার করার।'