promotional_ad

তিলককে বিশ্বকাপে চান অশ্বিন, বাজি ধরতে চান জাফর

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

তিলক-হার্দিকের ঝড় থামিয়ে ওয়াংখেড়েতে জিতল বেঙ্গালুরু

৭ এপ্রিল ২৫
১৫ বলে ৪২ রানের ইনিংস খেলেও মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতাতে পারেননি হার্দিক পান্ডিয়া, বিসিসিআই

লম্বা সময় ধরে চোটে পড়ে থাকা লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ারকে এশিয়া কাপে পাওয়া যাবে কিনা সেটার নিশ্চয়তা নেই। তাদের অনুপস্থিতিতে যারা খেলেছেন তারাও সেভাবে প্রত্যাশা মেটাতে পারেননি। যে কারণে টি-টোয়েন্টিতে আলো ছড়ানো তিলক ভার্মাকে বিশ্বকাপ দলে চান রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াসিম জাফর।


ভারতের ওয়ানডে দলের মিডল অর্ডারের দায়িত্বে ছিলেন রাহুল এবং আইয়ার। তবে চোটের কারণে লম্বা সময় ধরেই খেলার বাইরে আছেন তারা দুজন। কদিন আগে জানা গেছে এশিয়া কাপেও খেলা হচ্ছে না তাদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরতে পারবেন কিনা সেটার নিশ্চয়তাও নেই।


এদিকে মিডল অর্ডারের ভাবনায় কয়েক মাস ধরে নিয়মিত সুযোগ দেয়া হচ্ছে সূর্যকুমার যাদবকে। যদিও টি-টোয়েন্টির মতো করে জ্বলে উঠতে পারেননি তিনি। আইয়ার ও রাহুলের জায়গায় কাউকে চেষ্টা করে দেখতে চাইলে তিলককে চান জাফর। আইপিএলের সবশেষ দুই আসরে পারফর্ম করে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন তিলক।


promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে যথাক্রমে ৩৯, ৫১ এবং অপরাজিত ৪৯ রান করেছেন। লিস্ট ‘এ’ ক্রিকেটেও পরিসংখ্যানটা বেশ ভালো তিলকের। ২৫ লিস্ট ‘এ’ ম্যাচে ৫৬.১৮ গড়ে করেছেন ১ হাজার ২৩৬ রান। এমন একজন পারফর্মারকে তাই বিশ্বকাপ দলে চান জাফর। এমনকি তাকে নিয়ে বাজি ধরতেও রাজি ভারতের সাবেক এই ব্যাটার।


আরো পড়ুন

‘অশ্বিন বল হাতে নিলে গেইলের পা কাঁপতো’

২০ মার্চ ২৫
২০১১ সালের ফাইনালে ক্রিস গেইলকে আউট করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ছবি

ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে জাফর বলেন, ‘আদর্শগতভাবে আপনি একজন খেলোয়াড়কে আপনি ১৫-২০টি ম্যাচে পেতে চান। আমরা আশা করছি শ্রেয়াস এবং লোকেশ এশিয়া কাপের জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আমরা পড়ছি তারা এশিয়া কাপের জন্য প্রস্তুত নয়।’


‘আমরা জানি না তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকবে কিনা যেমনটা আমরা জানি না তাদের ইনজুরি কতটা গুরুতর। আপনি যদি একটি ছেলে চেষ্টা করতে চান তাহলে তিলক ভার্মা কেন নয়? যেই খেলুক না কেন সে আনকোরা থাকবে তাহলে তিলক ভার্মা কেন নয়? আমি তার পক্ষে বাজি ধরব।’


ভারতের ওয়ানডে দলে খুব বেশি বাঁহাতি এই ব্যাটার নেই। সেরা সাতে আছেন কেবল রবীন্দ্র জাদেজা। এদিকে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলে আছে অ্যাস্টন অ্যাগার, আদিল রশিদ এবং মঈন আলীর মতো স্পিনাররা। বড় দলগুলোতে খুব বেশি ফিঙ্গার স্পিনার না থাকায় এবং ভারতীয় দলে বাঁহাতি ব্যাটারের আধিক্যতা নেই। তাই ওয়ানডেতে দলে তিলকের অন্তর্ভূক্তি গুরত্বপূর্ণ হবে বলে মনে করেন অশ্বিন।


নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘তিলক ভার্মাকে নিয়ে রোমাঞ্চকর ব্যাপারটা হলো সে একজন বাঁহাতি ব্যাটার। ভারতে বাঁহাতি ব্যাটারে ঘাটতি আছে। সেরা সাতে শুধুমাত্র জাদ্দু (রবীন্দ্র জাদেজা) বাঁহাতি ব্যাটার। বড় দলের স্পিনারদের দিকে তাকান।’


‘অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার, ইংল্যান্ডের মঈন আলী এবং লেগ স্পিনার আদিল রশিদ। সুতরাং বেশিরভাগ দলেই ফিঙ্গার স্পিনার নেই যারা কিনা বাঁহাতি ব্যাটারদের বিপাকে ফেলবে। এই কারণে তিলকের অন্তর্ভূক্তি গুরত্বপূর্ণ হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball