promotional_ad

বিশ্বকাপের আগে ইডেনের ড্রেসিংরুমে ভয়াবহ আগুন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

ক্রিকেটবিশ্বের অন্যতম আইকনিক ভেন্যু হিসেবে বিবেচনা করা হয় কলকাতার ইডেন গার্ডেনকে। বিখ্যাত এই ভেন্যুতেই মাঝরাতে লাগলো আগুন। ফলে মাঝরাতেই সেখানে সাইরেন বাজিয়ে যেতে হলো কলকাতার ফায়ার সার্ভিস কর্মীদের।


মূলত মাঝরাতে আগুন ধরে গিয়েছিল ইডেনের ড্রেসিংরুমে। স্থানীয় সময় রাত পৌনে ১২টার দিকে ধোঁয়ার ভরে যায় ড্রেসিংরুম। বিশ্বকাপকে সামনে রেখে ইডেনের ড্রেসিংরুমে সংস্কারের কাজ চলছিল। সেই কাজ অব্যাহত থাকতেই লেগেছে আগুন।


promotional_ad

আগুন লাগার সঙ্গে সঙ্গেই অবশ্য খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। স্থানীয় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কেন আগুন লেগেছে সেটির কোনও ব্যাখ্যা দিতে পারেনি সংশ্লিষ্টরা।


যদিও ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ফলস সিলিং থাকায় সেই আগুনই নাকি ছড়িয়ে পড়েছে দ্রুত। এমন ভয়াবহ আগুনে অবকাঠামোর অবশ্য তেমন ক্ষতি হয়নি।


তবে ড্রেসিংরুমে থাকা অনেক ক্রীড়া সরঞ্জামাদি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে গত শনিবার (৫ আগস্ট) ইডেনে গার্ডেন পরিদর্শনে গিয়েছিল আইসিসির প্রতিনিধি দল। সেই সময় সংস্কারকাজের অগ্রগতিতে সন্তুষ্ট হয়েছিলেন তারা।


যদিও আগুন লাগার কারণে ইডেনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলো। বিশ্বকাপকে সামনে রেখে ইডেনের সংস্কারকাজ শেষ হওয়ার কথা ছিল আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে। কিন্তু এবার নিশ্চিতভাবেই সেটি পিছিয়ে যাচ্ছে।


এদিকে একটি সেমিফাইনালসহ এবারের বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ হবে ইডেন গার্ডেনে। লিগ পর্বের এখানে চার ম্যাচের দুটিই বাংলাদেশের। ২৮ অক্টোবর নেদারল্যান্ডস এবং ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ইডেনে খেলবে বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball