promotional_ad

‘শতভাগ দেয়ার চেষ্টা করব’, নেতৃত্ব ইস্যুতে লিটন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএল থেকে কিছুই আনতে পারিনি, পাওয়ার চেয়ে হারালাম বেশি: লিটন

১৩ এপ্রিল ২৫
লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

দুদিন আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন আগামী ২-৩ দিনের মধ্যেই জাতীয় দলের অধিনায়ক বেছে নেয়া হবে। এর মধ্যে অধিনায়ক হিসেবে যাদের বিবেচনা করা হচ্ছে তাদের সঙ্গে আলোচনায় বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, এমনটাও জানিয়েছিলেন তিনি। বাংলাদেশের অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লিটন দাসও। দায়িত্ব পেলে নিজের সেরাটা নিঙরে দিতে চান বাংলাদেশের এই ওপেনার।


অধিনায়কত্ব নিয়ে চমক দেখার সুযোগ নেই বিসিবির। জালাল ইউনুস জানিয়েছেন সম্ভাব্য তালিকায় লিটন ছাড়াও নাম আছে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের। তাদের মধ্য থেকেই আপাতত এশিয়া কাপের জন্য অধিনায়ক বেছে নেবে বাংলাদেশ।


promotional_ad

তারপর বিশ্বকাপেও একই অধিনায়ক থাকবে কিনা সেটা জানিয়ে দেবে বিসিবি। তামিম ইকবাল আফগানিস্তান সিরিজের মাঝপথে নেতৃত্ব ছাড়ার পর সেই সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। সহ-অধিনায়ক থাকার কারণে তার নামটি অধিনায়কত্ব থেকে খুব একটা পিছিয়ে নেই।


আরো পড়ুন

যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা

১৫ ঘন্টা আগে
বাংলাদেশ যুব দল, বিসিবি

দায়িত্ব পেলে সেটা লুফে নিতে প্রস্তুত আছেন লিটন নিজেও, 'দেখেন, এই জিনিসটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দুইদিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের ইম্প্লোয়ির মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।'


'আমার কাছে মনে হয় এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।'


গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন আকস্মিক অবসরের ঘোষণা দেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। যদিও প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর থেকে ফিরলেও অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান তিনি। ফলে বড় দুটি টুর্নামেন্টের আগে অধিনায়ক শূন্যতায় পড়তে হয়েছে বাংলাদেশকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball