promotional_ad

বিশ্বকাপেই চোখ রাখছেন বোল্ট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক ওভারে বোল্টের ৬ ইয়র্কার, মুগ্ধ জয়াবর্ধনে

১৪ এপ্রিল ২৫
বোল্টকে ঘিরে ধরেছেন মুম্বাইয়ের ক্রিকেটাররা, আইপিএল

নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গত বছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন ট্রেন্ট বোল্ট। তারপর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। তখনই অবশ্য জানা গিয়েছিল, কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ফর্মে থাকলে কিউইদের হয়ে বিশ্বকাপের বিবেচনায় থাকবেন তিনি। এবার প্রায় এক বছর পর নিউজিল্যান্ডের জাতীয় দলে ফিরলেন বাঁহাতি এই পেসার। দলে ফিরেই বোল্ট জানিয়ে দিয়েছেন কিউইদের হয়ে বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন তিনি


সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের ঘোষণা করা ১৫ জনের স্কোয়াডে ডাক পেয়েছেন বোল্ট। ৩৪ বছর বয়সী এই পেসার মাঝের সময়টায় আইপিএলসহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও জাতীয় দলে সুযোগ পাননি।


এ বছরের শুরুতে এনজেডসি'র সঙ্গে ‘খেলার অনিয়মিত চুক্তি’ করেছিলেন বোল্ট। সেই সুবাদেই দলে ফিরেছেন তিনি। অবশ্য গত বছরই নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড বলেছিলেন, ভারত বিশ্বকাপে বোল্টকে বিবেচনায় রাখবেন তারা। এবার বোল্টও জানিয়েছেন, বিশ্বকাপেই চোখ রাখছেন তিনি।


promotional_ad

বোল্ট বলেন, 'এক বছর আগে নিউজিল্যান্ডের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। আমি আসলে নিউজিল্যান্ড আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে সেভাবে ভাবিনি। আমি যেটার ওপর গুরুত্ব দিয়েছি, তা হচ্ছে আমার ক্যারিয়ারের অনেক লম্বা সময় পার করে এসেছি। যে কয়েকটা বছর বাকি আছে, আমি একজন বোলার হিসেবে নিজের সর্বোচ্চটা যেন দিতে পারি। আমি অবশ্যই দেশকে প্রতিনিধিত্ব করার জন্য ক্ষুধার্ত। আশা করি, পরের দুই মাসে সবার সঙ্গে বিশেষ কিছুই করতে পারব।'


আরো পড়ুন

রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার

১৫ এপ্রিল ২৫
আইসিসি

'অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে আমি সম্মান করি। যারাই ক্রিকেট খেলাকে স্বপ্ন হিসেবে নিয়েছে, তাদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট অনেক বড় অবদান রেখেছে। ওয়ানডে বিশ্বকাপ এখনও আমার প্রাধান্যের শীর্ষে আছে।'


আইপিএল ছাড়াও গত ৮ মাসে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন বোল্ট। মেজর লিগ ক্রিকেটে মুম্বাই নিউইয়র্ককে শিরোপা জেতাতে সবচেয়ে বেশি উইকেটও শিকার করেছেন এই পেসার। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চাইতে জাতীয় দলের চ্যালেঞ্জ নিতেই বেশি ভালো লাগে তার।


বোল্ট আরও বলেন, 'ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক কঠিনও হতে পারে। এক থেকে দুটি পারফরম্যান্স বাজে করলে ফ্র্যাঞ্চাইজি দল থেকে আপনি ছিটকেও যেতে পারেন। আপনার পেছনে একশ ক্রিকেটার থাকবে যারা আপনার জায়গায় খেলতে চাইবে।'


আগামী সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ। তারপর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। এরপর বিশ্বকাপ খেলতে যাবে দলটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball