পাকিস্তানের এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের দলে ফাহিম আশরাফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নারী বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যা করতে হবে
১৮ এপ্রিল ২৫
এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের জন্য পাকিস্তানের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল ১৮ সদস্যের হলেও সাউদ শাকিলকে শুধু রাখা হয়েছে আফগানিস্তান সিরিজের দলে। দ্বিতীয় মেয়াদে পাকিস্তান দলের প্রধান নির্বাচক হিসেবে এবারই প্রথম দল ঘোষণা করলেন ইনজামাম উল হক।
গত জানুয়ারিতে পাকিস্তানের ওয়ানডে দলের সহকারী অধিনায়ক করা হয়েছিল শান মাসুদকে। তাকে এবার আফগানিস্তান ও এশিয়া কাপের দলে রাখাই হয়নি। পাকিস্তান দলে আবারও ডাক পেয়েছেন ফাহিম আশরাফ। গত মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন হারিস সোহেল, ইহসানউল্লাহ।
পাকিস্তানের এশিয়া কাপের দলে প্রাধান্য দেয়া হয়েছে অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মকে। সংবাদ সম্মেলনে ফাহিমকে দলে নেয়ার কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম। তিনি জানিয়েছেন দলে আর অলরাউন্ডার না থাকায় তারা তাকে প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে তারা একজন পেস বোলিং অলরাউন্ডার খোঁজে ছিলেন।

ইনজামাম বলেন, 'ফাহিম আশরাফকে প্রাধান্য দেয়া হয়েছে কারণ দলে আর অলরাউন্ডার নেই। আপনি যদি পিএসএল দেখেন এবং বাকি টুর্নামেন্টগুলোতেও দেখবেন তাহলে দেখবেন আমাদের একজন অলরাউন্ডার দরকার, পেস বোলিং অলরাউন্ডার বিশ্বকাপেও আমাদের এটা প্রয়োজন হবে।'
এশিয়া কাপ সেপ্টেম্বরে, ভারত-পাকিস্তান লড়াই দেখা যেতে পারে ৩ বার
২৭ ফেব্রুয়ারি ২৫
এদিকে শান মাসুদকে নিয়েও ব্যাখ্যা দিয়েছেন ইনজামাম। মূলত সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে পারফর্ম করতে পারছিলেন না। অন্যদিকে সাউদ শাকিল ও আঘা সালমানদের মতো ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে আছেন। তাদের ফর্মের কারণেই বিবেচনার বাইরে চলে গেছেন শান।
এ প্রসঙ্গে ইনজামাম বলেন, 'শানও আমাদের বিবেচনায় ছিল ভালোভাবে। দুর্ভাগ্যবশত তার পারফরম্যান্স একটু পড়তির দিকে। ২০-২১ জন ক্রিকেটারের তালিকা আছে আমাদের কাছে এবং শান এখানে আছে। কিন্তু সাউদ শাকিল এবং আরও কয়েকজন প্লেয়ার সাম্প্রতিক সময়ের দারুণ পারফর্ম করেছে। ফলে শানকে আমাদের বাদ দিতে হয়েছে। তবে সে আমাদের পরিকল্পনায় আছে।'
পাকিস্তান স্কোয়াড-
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, ইমাম উল হক, সাউদ শাকিল, সালমান আলী আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহীন আফ্রিদি, তৈয়ব তাহির, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম।