promotional_ad

সূর্যকুমারের মতো একজনকে পেয়ে ভাগ্যবান হার্দিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

২১ ঘন্টা আগে
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

টানা দুই ম্যাচ হেরে সিরিজ হারের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত। যদিও তৃতীয় ম্যাচে জিতে ঘুরে দাঁড়িয়েছে হার্দিক পান্ডিয়ার দল। এই ম্যাচে ভারতের জয়ে বড় অবদান রেখেছেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে হার্দিক জানিয়েছেন, সূর্যকুমারের মতো ব্যাটারকে পেয়ে ভাগ্যবান তারা।


ভারতের ৭ উইকেটের জয়ের ম্যাচে আগে ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৫৯ করে ক্যারিবীয়রা। জবাবে সূর্যকুমারের ৪৪ বলে ৮৩ রানের ইনিংসে ভর করে ১৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ভারতীয় এই ব্যাটার তার ইনিংসে ১০টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। 


promotional_ad

নিজের মারা চার নম্বর ছক্কাটিতেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন তিনি। ভারতের হয়ে সবচেয়ে কম ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক ছোঁয়ার রেকর্ড এখন তার। ম্যাচ শেষে সূর্যকুমারকে প্রশংসায় ভাসিয়েছেন হার্দিক।


আরো পড়ুন

জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ

২০ ঘন্টা আগে
আইসিসি

এ প্রসঙ্গে তিনি বলেন, 'সূর্য-তিলক অসাধারণ খেলেছে। তারা দুইজনে একসঙ্গে খেলে এবং তারা একে অপরকে বোঝে। আমি ভাগ্যবান যে সূর্যের মতো একজনকে পেয়েছি। সে এই ধরনের চ্যালেঞ্জ পছন্দ করে। সে দায়িত্ব নিতে চায়। দলের মধ্যে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসে।'


সিরিজে টিকে থাকতে পেরে দারুণ আনন্দিত হার্দিক। তার ভাষ্য, 'এই জয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা আসল জিনিসটাই বলছি, এই সিরিজের ম্যাচগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই ম্যাচে আমাদের ফিরে আসতে হয়েছে। দুটি হার বা দুটি জয় কিছু পরিবর্তন করে না। আমাদের একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের চরিত্র অনুযায়ী খেলেছি।'


দারুণ ইনিংসের পর ম্যাচ সেরাও হয়েছেন সূর্যকুমার। ৫১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এ নিয়ে ১২ ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরষ্কার হাতে নিয়েছেন ভারতের এই ব্যাটার। ১১৫ ম্যাচে ১৫ বার ম্যাচ সেরা হয়ে হয়ে সবার উপরে আছেন বিরাট কোহলি। রোহিত শর্মা ১৪৮ ম্যাচে ১১ বার ম্যাচ সেরা হয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball