promotional_ad

ওয়ানডেতে রেকর্ড খারাপ, স্বীকার করতে লজ্জার কিছু নেই: সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চেন্নাইয়ের বিপক্ষে মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার

১৯ মার্চ ২৫
প্রথম ম্যাচে খেলবেন না হার্দিক পান্ডিয়া (ডানে), নেতৃত্বে সূর্যকুমার যাদব (বামে), ফাইল ফটো

টি-টোয়েন্টি সংস্করণের সফল ব্যাটার সূর্যকুমার যাদব নিজেকে যেন হারিয়ে খুঁজছেন ওয়ানডেতে। অথচ সামনেই এশিয়া কাপ, এর পর পরই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। এমন সময় বড় টুর্নামেন্টে নিজের নাম লেখানোর সুযোগ থাকলেও সেটা কাজে লাগাতে ব্যর্থ সূর্যকুমার। এই সংস্করণে নিজের ব্যর্থতা স্বীকারে অবশ্য 'লজ্জা' পাচ্ছেন না সূর্যকুমার।


সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ব্যাট হাতে সফলতার দেখা পাননি সূর্যকুমার। তিন ম্যাচের সেই সিরিজে রান করেছেন মাত্র ৭৮। শুধুমাত্র সেই সিরিজেই নয়, ওয়ানডেতে নিজের পাশে এখন পর্যন্ত সুবিচার করতে পারেনি এই ভারতীয় ব্যাটার।


promotional_ad

২৬টি ওয়ানডে খেলে ২৪.৩৩ গড়ে রান করেছেন মোটে ৫১১। ক্যারিবিয়ান সফরে ব্যর্থ হওয়ার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টানা তিন ম্যাচে প্রথম বলেই শূন্যে রানে আউট হয়েছিলেন সূর্যকুমার। ডানহাতি এই ব্যাটার মেনেই নিয়েছেন, এই সংস্করণে নিজেকে মেলে ধরতে পারছেন না তিনি। এটা স্বীকার করতে লজ্জার কিছু নেই বলেই মনে করেন তিনি।


আরো পড়ুন

ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার

২১ ঘন্টা আগে
কলকাতা নাইট রাইডার্সের এক্স অ্যাকাউন্ট থেকে

সুর্যকুমার বলেন, 'আমি যদি নিজের সঙ্গে সৎ হই, ওয়ানডেতে আমার পরিসংখ্যান সত্যিই খারাপ। এটা স্বীকার করতে লজ্জার কিছু নেই, ইতোমধ্যে এটা সবাই জানে। আপনার নিজের সাথে সৎ থাকা দরকার, এরপর নিজেকে ভালো করাটাও গুরুত্বপূর্ণ। এটাই রোহিত (শর্মা) এবং রাহুল (দ্রাবিড়) স্যার আমাকে বলেছেন যে, আমি খুব বেশি ওয়ানডে খেলি না। তাই আমাকে অনুশীলন করতে হবে এবং আমি কি করতে পারি সেটা নিয়ে ভাবতে হবে।'

২৯ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ যার সপ্তাহ খানেকের মধ্যেই আইসিসির নিয়ম অনুযায়ী দলগুলোকে দিতে হবে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড। ফলে বিশ্বকাপ দলে খেলোয়াড়দের জায়গা করে নেওয়ার সময়ও ঘনিয়ে আসছে। যদিও বিশ্বকাপে সুর্যকুমারের জায়গাটা অনেকটাই নির্ভর করছে লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ার ইনজুরির থেকে সময়মত ফিরে আসার উপর।


৩২ বছর বয়সী এই ব্যাটার মনে করছেন প্রস্তুতির জন্য এখনও যথেষ্ট সময় আছে, 'বিশ্বকাপের আগে আমাদের সাত-আটটি ম্যাচ আছে, যা প্রস্তুতির জন্য যথেষ্ট। আমাদের একটি ক্যাম্পও আছে, যেখানে আমরা সবাই একত্রিত হব। একে অপরের সাথে সময় কাটানো এবং একে অপরের শক্তি এবং দুর্বলতাগুলো জানাব এবং সেটা গুরুত্বপূর্ণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball