আইপিএলের নিলামে নাম লেখাবেন ক্রলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
১৭ এপ্রিল ২৫
লাল বলের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে ভালোই মানিয়ে নিয়েছেন জ্যাক ক্রলি। তবে সাদা বলে নিজেকে প্রমাণ করার তেমন কোনও সুযোগ পাননি। ইংলিশদের হয়ে খেলেছেন তিনটি ওয়ানডে। টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি তার। তবে এবার ২০২৪ সালের আইপিএলের নিলামে নিজের নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করেছেন ক্রলি।
সদ্য শেষ হওয়া অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রলি। তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরিতে করেছেন ৪৮০ রান। এখন পর্যন্ত ৩৯ টেস্ট খেলা ক্রলি রঙিন পোশাকে খেলেছেন মাত্র তিনটি ওয়ানডে, করেছেন মোটে ৯৭ রান। ইংল্যান্ডের জার্সিতে ২০২১ সালে অভিষেক হওয়ার সেই সিরিজটিতেই কেবল খেলেন তিনি। এরপর ক্রিকেটের এই সংস্করণে আর দেখা যায়নি তাকে।

ফলে ইংলিশদের বিশ্বকাপ পরিকল্পনাতেও ক্রলি থাকবেন না স্বাভাবিকভাবেই। বিশ্বকাপের পর ইংলিশরা ওয়েস্ট ইন্ডিজ সফর করবে। বড় টুর্নামেন্টের পর দলের অনেকেই থাকবেন বিশ্রামে। ফলে নিজেকে প্রমাণ করার জন্য এটাকেই বড় সুযোগ মনে করছেন ক্রলি।
ক্রলি বলেন, 'আমি সেই সফরে যেতে চাই, আমাদের দেখতে হবে যে নির্বাচন কীভাবে হয়। তবে সেখানে খেলার জন্য একটি দুর্দান্ত জায়গা। আমি এখনও ইংল্যান্ডের হয়ে সাদা বলের সফরে যাওয়ার সুযোগ পাইনি, তাই আমি যদি কোনও সুযোগ পাই সেটা দুর্দান্ত হবে। যদি তারা আমাকে সেই সফরের জন্য চায়, আমি অবশ্যই যাব।'
সাদা বলে নিজেকে প্রমাণ করার পর টি-টোয়েন্টি লিগগুলোতেও নজর দিতে চান ক্রলি। ফলে বিগ ব্যাশের পর এবার তার নজর আইপিএলের নিলামে। চলতি বছরের শুরুতে, নিজের সতীর্থ হ্যারি ব্রুক আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সেঞ্চুরি করতে দেখেছেন। তার বিশ্বাস তিনিও করতে পারবেন এমন কিছু।
আইপিএলে খেলতে চাওয়া নিয়ে ক্রলি বলেন, 'এটি বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, এটি সেরাদের বিপক্ষে খেলার একমাত্র জায়গা। এখানে দুর্দান্ত ক্রিকেট হয়, এই টুর্নামেন্টে নিজেকে পরীক্ষা করা যায় এবং সেটা দুর্দান্ত।'