এখনও বিশ্বকাপ থেকে ছিটকে যাননি উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
সামনের মাসেই ইংল্যান্ড সফরে যাচ্ছে নিউজিল্যান্ড দল। এই সফরে স্কোয়াডে জায়গা না মিললেও নিউজিল্যান্ড দলের সঙ্গেই থাকবেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপে উইলিয়ামসনকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করবেন কিউইদের হেড কোচ গ্যারি স্টেড।
দলের সঙ্গে থেকেই মাঠের ফেরার লড়াইয়ে পুনর্বাসন চলবে উইলিয়ামসনের। আইপিএলে পাওয়া চোটের পর মাস চারেক মাঠের বাইরে থেকে সম্প্রতি হালকা ব্যাটিং অনুশীলন শুরু করেছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।
স্টেড বলেন, 'তাকে (উইলিয়ামসন) ফেরাতে মেডিক্যালের পরামর্শ নেয়া থেকে শুরু করে যা যা করা দরকার আমরা সবকিছুই করব। সে ভারত বিশ্বকাপে যাবে কিনা সেটা বোঝার আগ পর্যন্ত তার যা করার সে-ও সেটাই করবে। এখনই কিছু বলা যাচ্ছে না।'

'কেন প্রতিদিনই কাজ করে যাচ্ছে। প্রতি সপ্তাহেও কাজ চালিয়ে যাচ্ছে। তাকে নিয়ে আমাদের ভাবনা খুবই পরিষ্কার, আমরা তাকে নিয়ে খুবই সতর্ক। আমরা খুব সামনে তাকাবো না। আমার মনে হয় এই সময়ে অনেক বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। তবে সে আগের চেয়ে ভালো আছে।'
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারত বিশ্বকাপের প্রথম দিনেই মাঠে নামবে নিউজিল্যান্ড। প্রতিপক্ষ গত বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট এবং চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুতে উইলিয়ামসনকে দলে না পেলেও পরের দিকে হলেও তাকে দলে চান স্টেড।
উইলিয়ামসন সুস্থ না হলে কিউইদের বিশ্বকাপ যাত্রায় অধিনায়ক হিসেবে থাকবেন টম লাথাম। তবে শেষপর্যন্ত ইনজুরির কারণে স্কোয়াডে না রাখা গেলেও উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে যেতে চান নিউজিল্যান্ডের হেড কোচ।
এদিকে কদিন আগেই বিশ্বকাপে খেলার আশার কথা জানিয়ে উইলিয়ামসন বলেন, 'আপাতত সপ্তাহ থেকে সপ্তাহ হিসেবে এগোনোর চেষ্টা করছি। চোটে এতটা দীর্ঘ সময়ের জন্য আগে কখনও বাইরে থাকতে হয়নি আমার। তবে যাদের এরকম অভিজ্ঞতা আছে, তাদের সঙ্গে কথা বলছি। এই পথচলা অনেক দীর্ঘ, তাই এখনই খুব বেশি দূরে তাকালে তা কিছুটা যন্ত্রণাময় হতে পারে।'
নিজের পরিকল্পনা নিয়ে উইলিয়ামসন বলেছিলেন, 'এর চেয়ে বরং প্রতি সপ্তাহে ছোট ছোট লক্ষ্য পূরণ করে এগিয়ে চলা, ছোট ছোট জয়গুলোর অভিজ্ঞতা দারুণ। পাশাপাশি এটাও ভাবনায় রাখতে হবে, এই ভ্রমণ পুরোপুরি মসৃণ হবে না এবং এই পথে কিছু বাঁধাও আসবে, যা সামলাতে হবে।'