সূর্যকুমারের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজে প্রথম জয় পেল ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
২০ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে বেশ চাপে ছিল ভারত। সিরিজের তৃতীয় ম্যাচ হারলে দুই ম্যাচ হাঁতে রেখেই সিরিজ হারতে হতো তাদের। এমন দিনে ভারতকে জিতিয়েছেন সূর্যকুমার যাদব। তার অসাধারণ ইনিংসে সাত উইকেটে জিতল সফরকারীরা। পাঁচ ম্যাচের সিরিজে তবুও ২-১ ব্যবধানে এগিওয়ে থাকল ওয়েস্ট ইন্ডিজ।
এ দিন আগে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ব্র্যান্ডন কিংয়ের ৪২ বলে ৪২ এবং রভম্যান পাওয়েলের ১৯ বলে ৪০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৫৯ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। নিকলাস পুরানের ব্যাটে আসে ১২ বলে ২০ রানের দুর্দান্ত এক ইনিংস।

ভারতের হয়ে ২৮ রান খরচায় তিন উইকেট নেন কুলদিপ যাদব। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল এবং মুকেশ কুমার।
ভারতের চাকরি হারিয়ে কলকাতায় অভিষেক নায়ার
২১ ঘন্টা আগে
তাড়া করতে নেমে অভিষিক্ত ইয়াশভি জায়সওয়ালের উইকেট প্রথম ওভারেই হারায় ভারত। এরপর এক প্রান্তে সূর্যকুমার ব্যাট হাতে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও, অন্য প্রান্তে ধুঁকতে থাকেন শুভমান গিল। ১১ বলে ৬ রান করা গিলকে ফেরান আলজারি জোসেফ।
তারপর তিলক ভার্মার সঙ্গে লক্ষ্য তাড়ার মিশনে এগিয়ে যান সূর্যকুমার। দুজনের এই জুটিতেই ৬ ওভারে ৬০ রান সংগ্রহ করে ভারত। ম্যাচের অষ্টম ওভারে টানা দুই বলে দুটি চার মেরে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে নেন সূর্যকুমার।
মাত্র ২৩ বলে হাফ সেঞ্চুরি পান সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এই দুজনের ব্যাটে মাত্র ১১তম ওভারে ১০০ রান সংগ্রহ করে ভারত। দলীয় ১২১ রানে ভাঙে এই জুটি। জোসেফের দ্বিতীয় শিকার হওয়ার আগে সূর্যকুমারের ব্যাটে আসে ৪৪ বলে ১০টি চার ও চারটি ছক্কায় ১৮৮.৬৩ স্ট্রাইক রেটে ৮৩ রান।
সূর্যকুমারের এমন ইনিংসে অবশ্য জয়টা সময়ের ব্যাপারই ছিল ভারতের জন্য। বাকি কাজটি সারতে কোনো অসুবিধাই হয়নি তিলক এবং হার্দিক পান্ডিয়ার। তিলক অপরাজিত থাকেন ৩৭ বলে ৪৯ রান করে এবং হার্দিক অপরাজিত থাকেন ১৫ বলে ২০ রান তুলে।