২০১৯ বিশ্বকাপ দর্শক, ২০২৩ বিশ্বকাপে ‘ভালো কিছুর’ আশায় তাসকিন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট দলে ডাক পেলেন তানজিম, নেই তাসকিন
৮ এপ্রিল ২৫
২০১৯ বিশ্বকাপে দর্শক হয়ে ছিলেন তাসকিন আহমেদ। চোটের কারণে ফিট না থাকায় ছিটকে গিয়েছিলেন তিনি। সেই সময় গণমাধ্যমের সামনে তাসকিনের কান্নাভেজা চোখ এখনও পোড়ায় ক্রিকেট ভক্তদের। সামনে আরেকটি বিশ্বকাপ।
দুই মাস পরেই ভারতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ। এই বিশ্ব আসরে তাসকিনই বাংলাদেশের পেস বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন। আগের বিশ্বকাপের না খেলতে পারার হতাশা ভুলে উজাড় করে দিতে চাইবেন নিজেকে।

মঙ্গলবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি নিয়ে ক্রিকেটারদের ফটোসেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ ট্রফি সামনে রেখেই আশার বাণী শুনিয়েছেন এই টাইগার পেসার। জানিয়েছেন সতীর্থদের নিয়ে প্রত্যাশার কথা।
যুবাদের শ্রীলঙ্কা সফরের স্কোয়াড ঘোষণা
১৭ ঘন্টা আগে
গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দল সীমিত ওভারের ক্রিকেটে দারুণ খেলছে। এর মূলে রয়েছে পেসারদের পারফরম্যান্স। তাসকিন অবশ্য গত কয়েক বছরের পারফরম্যান্সকে পরিশ্রম হিসেবেই দেখছেন। বিশ্বকাপে সেই কঠোর পরিশ্রমের ফল পেতে চান তিনি।
এ প্রসঙ্গে তাসকিন বলেন, 'আসলে এটা শুনতে খুব আনন্দের যে আমাদের ফাস্ট বোলাররা ভালো করছে এবং এই ফাস্ট বোলারদের উন্নতির জন্য সর্বশেষ কিছু বছর আমরা কঠোর পরিশ্রম করছি। সামনে আরও উন্নতির লক্ষ্যে কষ্ট করে যাচ্ছি যেন, সামনে আরও ভালো কিছু করতে পারি। আসন্ন বিশ্বকাপেও আমরা খুব আশাবাদী যে ভালো কিছু হবে, ইনশাআল্লাহ।'
সব ক্রিকেটারই বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলে সন্তুষ্ট হলেও তাসকিন এ দিন এই শিরোপাটা খুটিয়ে খুটিয়ে দেখেছেন। ছুঁয়ে দেখেছেন বিশ্বকাপ হাতে নেয়ার স্বাদ কেমন। ভারত বিশ্বকাপে বাংলাদেশ কেমন করবে এর অনেকটাই নির্ভর করছে এই পেসারের পারফরম্যান্সের ওপর। তাসকিন হয়তো সোনালী ট্রফিতে সেই স্বপ্নেরই প্রতিচ্ছবি দেখছিলেন।